নজরে নিরাপত্তা

রাজ্য পুলিশের ৭,৫০০ এবং কেন্দ্রীয় বাহিনীর ৭,৫০০ জওয়ান মিলিয়ে মোট ১ লক্ষ ৫০ হাজার ফোর্স জেলায় রয়েছে। সুষ্ঠু ভাবে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ভাবে ভোট পরিচালনা করতে আমরা প্রস্তুত।
মুরলীধর শর্মা, জেলা পুলিশ সুপার

কমিশনের গাইড লাইন অনুযায়ী এ বিষয়ে কোনও মন্তব্য করব না।
উৎপলকুমার ভট্টাচার্য, জেলা নির্বাচনী পর্যবেক্ষক
অশান্তি হবে কি না আগে থেকে বলতে পারছি না। তবে গণ্ডগোলের আশঙ্কা তো রয়েইছে। আমরা চাই মানুষ অবাধ ও শান্তিপূর্ণ ভাবে তাঁদের ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারেন।
দিলীপ গঙ্গোপাধ্যায়, সিপিএম জেলা সম্পাদক
গোটা জেলায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হবে।
অনুব্রত মণ্ডল,
জেলা তৃণমূল সভাপতি
সন্ত্রাসমুক্ত ভোট হবে বলে মনে করি না। পুলিশকে পুতুলে পরিণত করেছে শাসকদল।
সৈয়দ সিরাজ জিম্মি, জেলা কংগ্রেস সভাপতি
বিপদে পাশে
কন্ট্রোল রুম: ০৩৪৬২ - ২৫৫২২২/ ২৫৫৩৪৭
জেলা পর্যবেক্ষক, উৎপলকুমার ভট্টাচার্য— ৮৯০২৪৯৮৫৮২
জেলাশাসক, জগদীশপ্রসাদ মিনা— ৯৪৩৪০০৯৮৬১
আজ, চতুর্থ দফার পঞ্চায়েত ভোট। রবিবার তারই প্রস্তুতি জেলা জুড়ে।
সাঁইথিয়া ও ময়ূরেশ্বরে জোটের সমর্থনে প্রচার। ছবি: অনির্বাণ সেন।


নলহাটিতে ভোটের টাকা নেওয়ার জন্য
লাইন ভোটকর্মীদের। ছবি: সব্যসাচী ইসলাম।

পুলিশের ডিউটি বণ্টন।
দুবরাজপুরে দয়াল সেনগুপ্তের ছবি।
 

কাজের তালিকা দেখছেন এক কর্মী। দুবরাজপুরে। ছবিটি তুলেছেন দয়াল সেনগুপ্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.