বিনোদন সুপারম্যানের সঙ্গে ব্যাটম্যানও,
দুষ্টু লোকেদের কপালে দুর্ভোগ
সুপার হিরোর দুনিয়ায় নয়া সংযোজন। সিনেমার পর্দায় এ বার জুটি বাঁধছেন সুপারম্যান আর ব্যাটম্যান। সৌজন্যে ওয়ার্নার ব্রাদার্স। কোনও বিপদে পড়েছেন? সাহায্য করার কেউ নেই? চিন্তা নেই। বহু যোজন দূরে থাকলেও সে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে আপনাকে সাহায্য করতে। ১৯৩৮ সালে ডিসি কমিকসে সুপারম্যান নামের কমিক চরিত্রটি প্রকাশের সঙ্গে সঙ্গেই বিশ্ববাসী প্রথম সুপার হিরো কথাটার সঙ্গে পরিচিত হন। গায়ের সঙ্গে লাগানো নীল রঙের পোশাক।
বুকে ‘এস’ অক্ষর খোদাই করা। অপরিসীম ক্ষমতা তার। খারাপ লোকের হাত থেকে পৃথিবীকে রক্ষা করাই তার কাজ।
তার ঠিক পরের বছরই কল্পিত গথাম শহরকে রক্ষা করতে উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে জনসমক্ষে এল আর এক সুপার হিরো। নাম ব্যাটম্যান। এর পোশাকের সঙ্গে সুপারম্যানের পোশাকের অনেকটাই মিল। তবে এর রং কালো। আর মুখে বাদুড়ের মতো মুখোশ। এ বারেও প্রকাশনার দায়িত্বে সেই ডিসি কমিকস। বই দু’টো প্রকাশিত হওয়ায় সঙ্গে সঙ্গেই হু হু করে বিক্রি।
সেই শুরু। তার পর থেকে আজ অবধি দুই সুপার হিরোর কার্যকলাপে বুঁদ হয়ে আছেন সবাই। ওই দুই হিরোকে নিয়ে যত ফিল্ম হয়ে গিয়েছে, বেশির ভাগই সুপার হিট।
হেনরি ক্যাভিল ও জ্যাক স্নাইডার
কয়েক দিন ধরেই রটনা চলছিল ওই দুই কমিক চরিত্র নিয়ে নতুন কিছু ভাবনাচিন্তা চলছে। ডিসি এন্টারটেনমেন্ট-এর তরফে জুনেই একটা কমিক বই প্রকাশ করা হয়। সেখানে ওই দুই চরিত্রকেই এক সঙ্গে দেখা গিয়েছে। বইটিতে সুপার হিরো হিসেবে পরিচিত হওয়ার আগের অবস্থায় তাদের দেখা গিয়েছে। বইটি প্রকাশ হওয়ার পরেই হু হু করে বিক্রি। জুনে সব থেকে বেশি বিক্রি হওয়া কমিক বই হিসেবে প্রথম স্থানে এটি। পাঠকদের এই বিপুল চাহিদা দেখেই সম্ভবত ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওর তরফে আজ দু’টি চরিত্রকে নিয়ে একসঙ্গে ফিল্ম করার কথা ভাবা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। আজ সান দিয়েগোর কমিক কনে আয়োজিত বার্ষিক কমিক সম্মেলনে স্টুডিওর তরফে সুপারম্যানের নির্দেশক জ্যাক স্নাইডার প্রথম এই ফিল্মটির কথা ঘোষণা করেন। স্নাইডার অবশ্য ফিল্মটির বিষয়বস্তু বলতে রাজি হননি। জানিয়েছেন, গল্প এখনও লেখা চলছে। সামনের বছর কাজ শুরু হবে এবং ২০১৫-র গ্রীষ্মেই ফিল্মটি হলে মুক্তি পাবে। তবে তিনি ফিল্মটির নির্দেশক হবেন বলে মেনে নিয়েছেন। সাম্প্রতিক কালে বেশ কয়েকটি ব্যাটম্যান ফিল্মের নির্দেশক ক্রিস্টোফার নোলান এবং এমা টমাস কার্যনির্বাহী প্রযোজক হবেন। সুপারম্যান সিরিজের ম্যান অফ স্টিল ফিল্মটির নায়ক ব্রিটিশ অভিনেতা হেনরি ক্যাভিল এই নয়া ফিল্মটিতেও সুপারম্যানের চরিত্রে অভিনয় করবেন। তবে ব্যাটম্যানের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।
ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট এবং ওয়র্ল্ড ওয়াইড প্রোডাকশনের প্রেসিডেন্ট গ্রেগ সিলভারম্যান বলেছেন, “জ্যাক স্নাইডার এক জন প্রতিভাবান নির্দেশক। তবে তার থেকেও বড় কথা হল, তিনি এই দুই চরিত্রেরই খুব বড় ফ্যান। এই ফিল্মটার জন্য স্নাইডারের থেকে বেশি উপযুক্ত কাউকে মনে করতে পারছি না।”
ফিল্মটির ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই টুইটার-সহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রশংসার বন্যা। মেক্সিকো থেকে কমিক কনে বেড়াতে এসেছেন ক্লিডিয়া গোমেজ। ভাইঝিকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। নতুন ফিল্মের কথা শুনে খুব উত্তেজিত। বললেন, “দারুণ ব্যাপার। আমি সুপারম্যানের ভক্ত। আর ভাইঝি ব্যাটম্যানের। দেখুন দু’জনে কী রকম দুই হিরোর টি শার্ট পরে আছি। ২০১৫-র জন্য মুখিয়ে রইলাম।” দুই সুপার হিরোর জুটি বাঁধার খবরে উচ্ছ্বসিত বেঞ্জামিন হা।
উত্তেজনা আর আশার পারদ চলছে। এখন শেষ অঙ্কটা কেমন জমে সেটা দেখার জন্য ২০১৫-র অপেক্ষা।


নৃত্যশিল্পীকে মার

জগন্নাথ দর্শন করতে রথে উঠে সেবায়েতদের হাতে নিগ্রহের অভিযোগ করলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ওড়িশি নৃত্যশিল্পী ইলেনা সিটারিস্টি। ইতালীয় বংশোদ্ভূত ইলেনার দাবি, তিনি ও তাঁর এক ছাত্রী ৪০ টাকা দিয়ে রথে উঠেছিলেন। কিন্তু, জগন্নাথের কাছে এগোনোর সময়ে তাঁদের কাছ থেকে ২ হাজার টাকা চায় এক সেবায়েত। না দেওয়ায় তাঁকে মারধর করা হয়।

কবিতার বই প্রকাশ
বিশিষ্ট শিক্ষাবিদ সত্যেন্দ্রনাথ জানার প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতাঞ্জলি’ প্রকাশিত হল। বৃহস্পতিবার বিকেলে কাঁথি পুরসভার সভাকক্ষে বইটি প্রকাশ করেন সাংসদ শিশির অধিকারী। বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি চিত্ত সাহু, প্রাক্তন অধ্যক্ষ হরিপদ মাইতি ও কাঙালচন্দ্র দাস-সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.