ভোটের আগে অব্যাহত রাজনৈতিক হিংসা |
আগামিকালের পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ। এর ফলে জেলায় প্রাণ হারিয়েছেন ৩ জন কংগ্রেস সমর্থক। মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকার গীতগ্রামে বোমার আঘাতে মারা যান রিপন শেখ নামে এক কংগ্রেস সমর্থক। আহত হয়েছেন আনোয়ার শেখ নামে এক ব্যক্তিও। জেলা কংগ্রেসের অভিযোগ সিপিএম ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিপিএম ও তৃণমূল— দু’দলেরই জেলা নেতৃত্ব।
এ ছাড়া,
গত কাল সন্ধে থেকেই বেলডাঙার কাপাসডাঙায় দফায়-দফায় রাজনৈতিক সংঘর্ষ হয় বলে অভিযোগ স্থানীয় মানুষের।
আজ সকাল থেকে এলাকায় ফের ব্যাপক বোমাবাজিতে মৃত্যু হয়েছে ২ কংগ্রেসকর্মীর। এই সংঘর্ষে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।
রাজনৈতিক হিংসা ছড়িয়েছে মালদহের কালিয়াচকেও। কংগ্রেস
ও তৃণমূলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ২ তৃণমূল কর্মী। এর মধ্যে রয়েছেন পঞ্চায়েত ভোটে প্রার্থী পদে দাঁড়ানো স্থানীয় তৃণমূলের রেজিনা বিবির আত্মীয় জারিনা বিবি।
অপর দিকে, গতকালের পর আজও অশান্তি ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকায়। বাসন্তীর নির্দেশখালিতে আনুমানিক ৪০টি বাড়িতে আগুন লাগানো হয়। এ ছাড়া এলাকায় ব্যাপক বোমাবাজি, ভাঙচুর ও লুটপাট করা হয় বলেও অভিযোগ। দুষ্কৃতীদের বোমার আঘাতে জখম হয়েছে এক শিশু। স্থানীয় আরএসপি-র নেতা সুভাষ নস্করের অভিযোগ, তাঁদের সমর্থকদের বাড়িতেই আগুন দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কিন্তু এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত নস্কর। তাঁর পাল্টা দাবি, এলাকায় জমি হারিয়ে এই অভিযোগ করছে আরএসপি।
|
জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত ৭ পুলিশকর্মী |
আজ জলপাইগুড়ির ময়নাগুড়িতে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ পুলিশকর্মীর। আগামিকাল মালদহে পঞ্চায়েত ভোটের কাজে কোচবিহার থেকে সেখানে যাচ্ছিলেন তাঁরা। ময়নাগুড়ির পথে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ৬ জন পুলিশকর্মী। দুর্ঘটনায় আহত ১ জনকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান তিনি। |