চলন্ত বাস থেকে এক মহিলার সোনার হার ছিনতাই করে পালাতে গিয়ে পথচারীদের হাতে ধরা পড়ল এক দুষ্কৃতী। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চিৎপুর থানা এলাকায় বি টি রোডে। ধৃত শাহিদ আখতার কামারহাটির বাসিন্দা। পুলিশ জানায়, বিডন স্ট্রিট থেকে বাসে ওঠেন বেলঘরিয়ার বাসিন্দা অর্চনা মজুমদার। ওই মহিলার অভিযোগ, বি টি রোড আসতে তাঁর গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে বাস থেকে নেমে যায় ওই যুবক। অর্চনাদেবীর চিৎকারে রাস্তার লোকজন ওই যুবককে ধাওয়া করে ধরে ফেলেন। খবর পেয়ে চিৎপুর থানার পুলিশ গিয়ে শাহিদকে গ্রেফতার করে। উদ্ধার হয়েছে হারটি। এ দিনই সকালে সেন্ট্রাল পার্কে (বনবিতান)-এর কাছে প্রাতর্ভ্রমণের সময়ে এক মহিলার হার ছিনতাই করে পালায় মোটরবাইক আরোহী দুই দুষ্কৃতী। এ নিয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়েছে। গত কয়েক মাসে বিধাননগর কমিশনারেটের পুলিশের অভিযানে কিছু দিন বন্ধ ছিল ছিনতাইয়ের ঘটনা। এ দিনের ঘটনা থেকে তদন্তকারীদের অনুমান, ফের কোনও চক্র সক্রিয় হয়েছে।
|
বেআইনি অস্ত্র রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল স্পেশাল সেকশন পোর্ট ডিভিশনের পুলিশ। শুক্রবার রাতে ধৃত ওই ব্যক্তির নাম শ্যামনারায়ণ গুপ্ত ওরফে মুন্না। বাড়ি ওই এলাকারই আজার মোল্লা বাগানে। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে তারা মুন্নার বাড়িতে হানা দেয়। সেখান থেকে দু’টি ওয়ান শটার, একটি রিভলভার, দশটি কার্তুজ এবং থ্রি নট থ্রি বন্দুকের দু’টি কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ওই সব অস্ত্রের যথাযথ নথি না-থাকায় ওই ব্যক্তিকে ধরা হয়। পুলিশ জানায়, শ্যামনারায়ণের নামে আগেও থানায় অনেক অভিযোগ দায়ের হয়েছে। তাঁর ভিত্তিতে একাধিক বার তিনি গ্রেফতারও হয়েছেন। উদ্ধার হওয়া অস্ত্র শ্যামনারায়ণ কী মতলবে জড়ো করেছিলেন, পুলিশ তা খতিয়ে দেখছে।
|
খিদিরপুরে বাস উল্টে ২৬ জন জখম হলেন শনিবার রাতে। খানাখন্দে ভরা ডায়মন্ড হারবার রোডে সেন্ট টমাস স্কুলের কাছে রাত পৌনে ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ডিসি (বন্দর) ভি সলোমন নিশাকুমার জানান, ১৮ জনকে এসএসকেএমে ও ৮ জনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ২৫৯ নম্বর রুটের বাসটি হাওড়া থেকে আক্রার দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তার মাঝেই গর্ত। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, ওই গর্ত এড়াতে গিয়েই বাসটি রাস্তার ধরে দাঁড় করানো দু’টি গাড়িতে ধাক্কা মারে। সে দু’টি গাড়িও তুবড়ে গিয়েছে। এর পরে বাসটি কাত হয়ে ফুটপাথের ধারের রেলিংয়ে উপরে পড়ে। স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, রাস্তার মাঝে ওই গর্তটি দীর্ঘদিন ওই ভাবেই পড়ে। সারাইয়ের কথা পূর্ত দফতরের। কেন এত দিন রাস্তা সারাই হয়নি, এ দিন রাতে তার কোনও সদুত্তর মেলেনি। পুলিশ জানিয়েছে, রাতের বাসে যাত্রী খুব বেশি ছিলেন না। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চার পাশে যাত্রীদের চটি-জুতো ছড়িয়ে। একটি মোবাইল ফোন-সহ যাত্রীদের কিছু জিনিসপত্র পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।
|
বেআইনি মদ পাচারের অভিযোগে গ্রেফতার হল দুই যুবক। শুক্রবার, ই এম বাইপাসের আনন্দপুর থেকে। ধৃত বিশ্বনাথ বক্সী ও শুভঙ্কর শিকদার যাদবপুরের বিদ্যাসাগর কলোনির বাসিন্দা। পুলিশের অভিযোগ, ওই দু’জন গাড়ি করে মদ পাচার করতে যাচ্ছিল। তাদের কাছ থেকে ৪০০ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। |