চালক ও গ্যাংম্যানের তত্পরতায় আজ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আসানসোল-জশিডি প্যাসেঞ্জার ট্রেন। আজ সকাল সাড়ে ৯টা নাগাদ হাওড়া-দিল্লি মেন লাইনে রূপনারায়ণপুর স্টেশনের লেবেল-ক্রসিং-এর কাছে ফাটল দেখে ওই লাইনের গ্যাংম্যানকে খবর দেন প্যাসেঞ্জার ট্রেনের চালক। গ্যাংম্যান রুপনারায়ণপুর স্টেশনে ফাটলের কথা জানালে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফাটল মেরামতির জন্য আসানসোল থেকে একজন ইঞ্জিনিয়ার রওনা হয়েছেন বলে খবর। ফাটলের কারণে হাওড়া-দিল্লি মেন লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে। আটকে রয়েছে জনশতাব্দী এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস. অমৃতসর মেলের মত দূরপাল্লার ট্রেন। তবে এখন ট্রেনের গতি কমিয়ে দেওঘর-আসানসোল এক্সপ্রেসকে রওনা করিয়ে দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। লাইনে প্রায় সাত ইঞ্চি ফাটলের সৃষ্টি কিভাবে হল তা নিয়ে তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
নিখোঁজ তৃণমূল কর্মীর দেহ উদ্ধার |
গতকাল রাত থেকে নিখোঁজ তৃণমূল কর্মী মফিজুল মোল্লার দেহ উদ্ধার হল আজ। ঘটনাটি ঘটেছে ডায়মণ্ডহারবারের সরিষা গ্রাম পঞ্চায়েতের ঝিঙেরপোল অঞ্চলে। গতকাল রাতে ভোট শেষ হলে ব্যালট বাক্স জমা দেওয়ার পরে তিনি আর বাড়ি ফেরেননি বলে জানিয়েছেন মফিকুলের বাড়ির লোকজন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাওয়া যায়নি বলেই জানিয়েছেন তারা। আজ সকালে বাড়ির কাছাকাছি একটি খালের পাশে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। দেহে প্রচুর আঘাতের চিহ্ন থাকায় মফিকুলকে পিটিয়ে খুন করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনায় স্থানীয় সিপিএম কর্মীদের উপর অভিযোগ দায়ের করেছেন তাঁর পরিবারের লোকজন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। |