নজরে ত্রি-স্তর

গ্রাম পঞ্চায়েত
পঞ্চায়েত সমিতি
মোট ভোটার
মোট বুথ

গ্রাম পঞ্চায়েত আসন
পঞ্চায়েত সমিতির আসন
জেলা পরিষদের আসন
মোট প্রার্থী
গ্রাম পঞ্চায়েতে ৬৫৫২
তৃণমূল ২৩৯৭| বিজেপি ৪৬৮| ফব ২৪৬|
সিপিআই ৪৬| সিপিএম ১৮১২|
কংগ্রেস ১০৯১| আরএসপি ৬|
নির্দল এবং অন্যান্য ৪৮৫
পঞ্চায়েত সমিতিতে ১৩৭০
তৃণমূল ৪৫৮| বিজেপি ১০৫| ফব ৫১|
সিপিআই ১৩| সিপিএম ৩৫৪|
কংগ্রেস ২৫০ |
নির্দল এবং অন্যান্য ৪৪|
জেলা পরিষদে ১৮০
তৃণমূল ৪০| বিজেপি ২২|
বামফ্রন্ট ৩৭|
কংগ্রেস ৩৭|
নির্দল এবং অন্যান্য ২৩|
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন
গ্রাম পঞ্চায়েতে ১১৩
(সব ক’টি তৃণমূল)
পঞ্চায়েত সমিতিতে ১
(একটিই তৃণমূলের)
জেলা পরিষদে ০
(----)
বিপদে পাশে
কন্ট্রোল রুম: ২৬৬১-০২৪৫ এবং ২৬৬১-৬৪০০।
জেলা পর্যবেক্ষক, দেবকুমার চক্রবর্তী - ৯৪৩৩০৮৯১৩৮|
জেলাশাসক, শান্তনু বসু- ৯৮৩১০৭৬৮৬৫

নজরে নিরাপত্তা
উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, আমতা, বাগনান ও জয়পুরে ভোট প্রক্রিয়া কত নির্বিঘ্নে করা যায়, জেলা প্রশাসনের কাছে তা পরীক্ষার। ৩০ শতাংশ বুথকে অতি স্পর্শকাতর, ১০ শতাংশকে স্পর্শকাতর, ৩০ শতাংশ কম স্পর্শকাতর ও ৩০ শতাংশ বুথকে সাধারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
কেন্দ্রীয় বাহিনী এসেছে ৪১ কোম্পানি। রাজ্য পুলিশ থাকছে প্রায় দশ হাজার। ভোট প্রক্রিয়া নির্বিঘ্ন করতে তৎপর জেলা প্রশাসন। স্পর্শকাতর এলাকায় বাড়তি নজরদারি।

এখানে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। সিপিএম-কংগ্রেস-বিজেপি কিছু এলাকায় সন্ত্রাস করতে পারে। তবে সুবিধা হবে না। পুলিশ নিরপেক্ষ ভাবে ভোট পরিচালনার ব্যবস্থা করেছে। আমরা সন্তুষ্ট।
অরূপ রায়।
ভোট যে শান্তিপূর্ণ হচ্ছে না, তা আগের দুই পর্বেই দেখা গিয়েছে। আমাদের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক উপায়ে মানুষ নিজের ভোট নিজে দিতে পারলে ফল নিয়ে আমরা আশাবাদী।
বিপ্লব মজুমদার।

কড়া নিরাপত্তা থাকছে। সব জায়গায় পুলিশি টহলদারি থাকবে।
যে কোনও ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ভরতলাল মিনা,



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.