আজ রাজ্য পঞ্চায়েত ভোটের তৃতীয় দফার নির্বাচন। সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায়। পুলিশ জানিয়েছে, ভোটগ্রহণের শুরুতেই জেলা জুড়ে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে। |
|
উত্তর ২৪ পরগনা |
দক্ষিণ ২৪ পরগনা |
হাওড়া |
সকাল ৯টা পর্যন্ত
|
১২ শতাংশ |
১১ শতাংশ |
১৩ শতাংশ |
সকাল ১১টা পর্যন্ত |
২৬ শতাংশ |
২৪ শতাংশ |
২৮ শতাংশ |
বেলা ১ টা পর্যন্ত |
৪০.৫৮ শতাংশ |
৩৮.১১ শতাংশ |
৪১.৩১ শতাংশ |
বেলা ৩টে পর্যন্ত |
৫৬.০ শতাংশ |
৫৪.৬৫ শতাংশ |
৫৫.০ শতাংশ |
|
• ভোটারদের প্রভাবিত করার অভিযোগে ক্যানিং ও মহিষবাথানে সকাল থেকেই বিক্ষোভ চলছে।
• বিলকান্দায় সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
• ভাঙড়ের সাঁইহাটিতে তিনজন সিপিএম কর্মীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
• হাওড়ার আমতায় বোমাবাজি।
• হাওড়ার আমডাঙায় সিপিএম জেলা পরিষদ প্রার্থী সন্ধ্যা মাকালকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ রয়েছে।
• ভাঙড়ের ১ নম্বর ব্লকে বোমাবাজি। সিপিএম কর্মী-সমর্থকদের উপর হামলা।
• বারাসতে ভোটারদের ‘হুমকি’ দেওয়ার অভিযোগ। একজন ফব এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
• হাওড়ার উদয়নারায়ণপুরে ব্যাপক বোমাবাজি। আহত একজন ভোটার। আমতায় ব্যালট বক্স ছিনতাইয়ের অভিযোগ।
• হাওড়ার পাঁচলায় মধ্যধুনকি বিদ্যালয়ে ভোট চলাকালীন ব্যালট বক্স ছিনতাইয়ের অভিযোগ ফব ও সিপিএম কর্মীদের বিরুদ্ধে।
• বারাসতের আমডাঙায় ৩টি ব্যালট বক্স ছিনতাইয়ের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে।
• বারাসত ফলদি ২ নম্বর ব্লকে বুথ জ্যাম করার অভিযোগে ধৃত ২।
|
|
|
হাওড়া জেলায় চলছে ভোট গ্রহণ পর্ব। ছবি: পিটিআই |
|
• শাসনে অন্যের হয়ে ভোট দেওয়ার অভিযোগ বাপি নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ সিপিএমের। তবে ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শাসনে এই নামে কোনও তৃণমূল কর্মী নেই বলেই জানিয়েছেন তিনি।
• দক্ষিণ ২৪ পরগনার বাঁওতায় তৃণমূল নেতা জুলফিকার আলিকে মারধরের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।
• উত্তর ২৪ পরগনায় জেলা জুড়ে বুথ জ্যামের অভিযোগ। নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ জানিয়েছে সিপিএম কর্মীরা। ঘটনার প্রতিবাদে নৈহাটিতে পথ অবরোধ সিপিএমের। উত্তর চব্বিশ পরগণায় শ্যামনগরে সিপিএমের রেল অবরোধে নাকাল নিত্যযাত্রীরা।
• ব্যারাকপুরে কাপা গ্রাম পঞ্চায়েত এলাকায় এক সিপিআই প্রার্থীর স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
• আমডাঙার কুশডাঙায় ৯৫ নম্বর বুথে ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। সকাল ১১টার মধ্যে ৬২৩টি ভোট পড়েছে বলে খবর।
• শ্যামনগরের গারুলিয়ায় সিপিএমের লোকাল কমিটির অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
• তৃতীয় দফার পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের ফলে প্রাণ হারালেন ৩ জন। উত্তর ২৪ পরগনায় বোমার আঘাতে মারা গেলেন মাদারবক্স মল্লিক নামে এক ব্যক্তি। দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফে উদ্ধার হয় সোমনাথ মুখোপাধ্যায় নামে এক কিশোরের মৃতদেহ। অভিযোগ, একটি রাজনৈতিক দলের পোস্টার ছেঁড়ার জন্য তাঁকে খুন করা হয়। লক্ষ্মীকান্তপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান সনত্ ঘোষ। |