আজকের শিরোনাম
গণধর্ষণ করে পুড়িয়ে খুন কলেজ ছাত্রীকে
গণধর্ষণের পর গায়ে কেরোসিন ঢেলে এক কলেজ ছাত্রীকে পোড়ানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়াতে। পুলিশের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যাবেলায় মেয়েটিরই পরিচিত এক ব্যক্তি তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে চার জন। মেয়েটি পুলিশে অভিযোগ জানাবার হুমকি দিলে তার গায়ে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। অগ্নিদগ্ধ অবস্থাতেই ছুটে বেরিয়ে আসে নিগৃহীতা। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে গ্রামবাসীরা। আজ সকালেই মৃত্যু হয় ছাত্রীটির। অভিযুক্তেরা এখনও অধরা বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন মেয়েটির পরিবারের লোকজন।

উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি
উত্তরের পর এবার বৃষ্টি দক্ষিণে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে আগামী ২৪-৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রধানত উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চল, হাওড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কবার্তা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ভুটান ও সিকিম পাহাড়ে অবিরাম বর্ষণে গত চারদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তিস্তা, সঙ্কোশ, রায়ডাক, কালজানি, ডুয়ার্সের লিস-ঘিস মূলত উত্তরবঙ্গের এই পাঁচটি নদীকে ঘিরেই বাড়তি সতর্কতা জারি করেছে সেচ দফতর তথা উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণ কমিশন। সেচ দফতর সূত্রে খবর, আজ সকাল থেকেই বাড়ছে মালদহের ফুলহার নদীর জল। অন্যদিকে গঙ্গা ও মহানন্দা নদীর জলও প্রায় বিপদসীমা ছুঁয়েছে বলেই দফতর সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই ফুলহারের জল বেড়ে মালদহের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। প্রায় ৫০টিরও বেশি বাড়ি জলমগ্ন হয়েছে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে জল বাড়তে থাকায় রায়গঞ্জে ৩১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ গ্রামবাসীদের। কিছুদিন আগেই রায়ডাক নদীর পাড় ভেঙে কোচবিহার ও ডুয়ার্সের বিভিন্ন জনপদ প্লাবিত করে দিয়েছিল। এখন কোচবিহারে তিস্তা-তোর্সা ও কালজানি নদীর জল বিপদসীমার নীচে থাকায় সেখানে বন্যা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলেই প্রশাসন সূত্রে খবর। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ত্রাণ পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে প্রশাসন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.