দক্ষিণ চিন সাগরে তেল খনিগুলি রয়েছে সেগুলির উপর অধিকার ভিয়েতনামেরই। আর তা-ই সেখান থেকে তেল তোলার সম্পূর্ণ অধিকার রয়েছে ভারতের। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সলমন খুরশিদের সঙ্গে বৈঠকে এ কথা জানালেন ভিয়েতনামের বিদেশমন্ত্রী ফাম বিন মিন। সমুদ্র সংলগ্ন বিশেষ অর্থনৈতিক এলাকা সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের যে আইন রয়েছে তা মেনেই সব কাজ করা হবে, এই সিদ্ধান্তে এক মত হয় দুই দেশই। ১৯৫ কোটি ডলারের চুক্তিও সই হয় ভারত-ভিয়েতনামের মধ্যে। দক্ষিণ চিন সাগরের এই তেল খনিগুলির উপর দীর্ঘ দিন ধরেই দাবি জানিয়ে আসছে চিন। বৃহস্পতিবার ভিয়েতনামের বিদেশমন্ত্রী বলেন, চিনের সঙ্গে এই বিবাদ মিটিয়ে নিতে হবে আলোচনা করেই।
|
বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী ভুটানের সঙ্গে তিক্ততা তৈরি হল ভারতের। শনিবার ভুটানে ভোট। তার ঠিক আগে ভুটানকে দেওয়া কেরোসিন এবং রান্নার গ্যাসের উপর ভর্তুকি তুলে নিয়েছে দিল্লি। বিদেশ মন্ত্রকের বক্তব্য, এতে রাজনীতি নেই। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে আসা বিদেশ মন্ত্রকের নর্দান ডিভিশনের একটি গোপন নোট অন্য কথা বলছে। তাতে বলা হয়েছে, ‘ভুটান ভারতের গুরুত্বকে ধর্তব্যের মধ্যেই আনছে না। দেওয়া অর্থ তারা কী ভাবে খরচ করছে, তাতেও স্বচ্ছতা নেই।’ তা ছাড়া, ভুটানের সঙ্গে চিনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাও অপছন্দ দিল্লির। বিদেশ মন্ত্রক সূত্র অবশ্য বলেছে, ভুটানে নতুন সরকার হলে তার সঙ্গে ভর্তুকির বিষয়টি নিয়ে আলোচনা হবে।
|
মন্ত্রিসভা গড়তে গিয়ে বাধার মুখে মিশরের নয়া প্রধানমন্ত্রী হাসেম আল-বেবলাউই। গণবিক্ষোভ ও সেনা অভ্যুত্থানের জেরে প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ মুরসি গদিচ্যুত হয়েছেন। নয়া প্রধানমন্ত্রী হিসেবে মিশরে স্থিতাবস্থা ফেরানোর চেষ্টা করছেন বেবলাউই। কিন্তু, এর মধ্যেই তাঁর মন্ত্রিসভায় যোগ দিতে অস্বীকার করেছেন কিছু রাজনীতিক। মুরসির দল মুসলিম ব্রাদারহুডও আন্দোলন থামাতে রাজি নয়। ফলে, ফের সঙ্কটে পড়েছে মিশর। ব্রাদারহুড নেতাদের মন্ত্রিসভায় স্থান দিতে চান বেবলাউই। কিন্তু, মুরসিকে ফের প্রেসিডেন্টের পদ ফিরিয়ে দেওয়ার আগে আলোচনাতে রাজি নন ব্রাদারহুড নেতৃত্ব।
|
দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল ১৪ জনের দেহ। বুধবার ইরাকের আনবার প্রদেশের ঘটনা। পুলিশ সূত্রের খবর, নিহতদের মধ্যে ৩ জন সেনা জওয়ান ও বাকি ১১ জন পুলিশ। বুধবার সন্ধেয় প্রথমে বারওয়ানার কাছে একটি সেনা চেক পয়েন্টে গুলি ছুড়তে শুরু করে য় দুষ্কৃতীরা। কাছেই তেলের পাইপলাইন পাহারা দিচ্ছিল এক দল পুলিশ। তাঁদের ট্রেলারকে লক্ষ্য করেও গুলি ছুড়তে শুরু করে তারা। বুধবারই শুরু হয়েছে রমজান মাস। প্রাত্যহিক উপবাস ভেঙে সবে ইফতার করতে শুরু করেছিল পুলিশের ওই দলটি। তখনই ধেয়ে আসে গুলি। |