আজ শুরু হল প্রথম দফার পঞ্চায়েত নির্বাচন। ভোটগ্রহণ চলছে জঙ্গলমহলের তিন জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ও পুরুলিয়ায়। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সব আয়োজনই সারা হয়েছে। আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার। কিন্তু তবুও ভোটের দিনও অব্যাহত রইল তিনটি জেলায় শাসক ও বিরোধী দলের মধ্যে হিংসা।
• আজ পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায় খাঁকুড়দাহ প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে বেরনোর সময় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রকে ঘিরে বিক্ষোভ দেখায় একদল জনতা। সিপিএমের দাবি বিক্ষোভকারীরা তৃণমূলের। অভিযোগ অস্বীকার তৃণমূলের। যদিও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর কথা অস্বীকার করেছেন বিরোধী দলনেতা।
• অন্যদিকে সবং-এর বুড়ালে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপীনাথ জানা ও অন্যান্য সমর্থকদের মারধর ও বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। পুলিশ জানায়, এই ঘটনায় আহত হন ১০ জন। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
• বেলদা, দাঁতন, কেশপুর, চন্দ্রকোনা ও গড়বেতার বিভিন্ন এলাকায় শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের হুমকি দেওয়া ও মারধর করার অভিযোগ।
• পশ্চিম বেলাটিকরিতে ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে থাকা তৃণমূলের দেওয়াল লিখন মুছে দেয় কেন্দ্রীয় বাহিনী।
|
সুর্যকান্ত মিশ্র
“শাসক দলের সন্ত্রাস চলছে, মানুষই শেষ কথা বলবে।” |
|
• বাঁকুড়ার রাইপুরে ব্যালট পেপারে কংগ্রেস ও তৃণমূলের প্রতীক চিহ্নে ভুল পাওয়া যায়।এই ‘ব্যালট বিভ্রাটে’ বেলা ১টা পর্যন্ত স্থগিত রয়েছে ভোটগ্রহণ।
• গোপীবল্লভপুরের কেন্দুয়ানা গ্রামে ভোটার কার্ড কেড়ে নিয়ে সিপিএম প্রার্থীর উপর হামলা চালানো হয়। বিভিন্ন বুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়া হয় বলে অভিযোগ। একই ঘটনা ঘটে বাঁকুড়ার কোতুলপুরে। এলাকার ১৯টি অতিস্পর্শকাতর বুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে কংগ্রেস।
• পুরুলিয়ার ৬টি ব্লকের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট চলছে বলে জানা গিয়েছে। জেলার সাঁতুড়িতে মদ বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে গ্রেফতার করা হয় এক সিপিএম গ্রাম পঞ্চায়েত প্রার্থী চন্দ্রমোহন বাস্কেকে। অন্যদিকে ঝালদায় অন্য ভোটারের হয়ে ভোট দেওয়ার অভিযোগ ওঠে এক তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রার্থী জহরলাল বাগদির বিরুদ্ধে। ভোটারের হাত কাঁপছিল বলেই তিনি ভোট দিয়েছেন বলে পাল্টা দাবি করেন অভিযুক্ত প্রার্থী।
• বহিরাগতদের অবৈধ জমায়েত ঘিরে উত্তপ্ত হয়ে এঠে বাঁকুড়ার ছাতনার কয়েকটি জায়গা। ভোটগ্রহণ কেন্দ্রের আশেপাশে থেকে বহিরাগতদের সরাতে পুলিশ লাঠিচার্জও করে বলে জানা গিয়েছে।
• কেশপুরে দীর্ঘকাল পর ভোট দিতে গ্রামে ফিরলে ১২ জন সিপিএম সমর্থককে গ্রেফতার পুলিশ। |