অগ্নিগর্ভ হাওড়ার কাশমুলী |
৫০-৬০ জনের বিশাল বাইক বাহিনীর তাণ্ডবে অশান্ত হয়ে উঠেছে হাওড়ার জয়পুরের কাশমুলী। মঙ্গলবার গভীর রাতে একদল দুষ্কৃতি এলাকায় ব্যাপক বোমাবাজি, ভাঙচুর চালায়। আগুন লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু বাড়িতেও। আক্রান্ত মূলত এলাকার সিপিএম ও কংগ্রেস সমর্থকরা। আজ সকালে কাশমুলী পরিদর্শনে যান সিপিএম নেতা রবি মিত্র এবং কংগ্রেস বিধায়ক অসিত মিত্র। সেখানে দু’জনেই আক্রান্ত হন। এর মধ্যে কংগ্রেস বিধায়কের আঘাত গুরুতর। তাঁর মাথায় ও চোয়ালে আঘাত লেগেছে। তিনি হাসপাতালে চিকিত্সাধীন। কাশমুলীর এই হামলার পেছনে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনই অভিযোগ করেন ঘটনায় আক্রান্ত দুই নেতা। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন এলাকার মানুষজন।
|
শ্রাবস্তিতে উদ্ধার প্রাচীন অষ্টধাতুর মূর্তি, গ্রেফতার ১ |
বাড়বাড়ন্ত চোরাকারবারের দাপটে এ পর্যন্ত খোয়া গেছে দেশের অনেক মূল্যবান মূর্তি। তবে এ বার দেশের একটি বহুমূল্য অষ্টধাতুর মূর্তি চোরাকারবারীদের হাত থেকে রক্ষা পেল পুলিশের তত্পরতায়। উত্তরপ্রদেশের শ্রাবস্তিতে শ্রীরামচন্দ্রের একটি প্রাচীন অষ্টধাতুর মূর্তি-সহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। মূর্তির ওজন প্রায় ২৫ কিলোগ্রাম, আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। আন্তর্জাতিক চোরাকারবার চক্রের সন্ধান পেতে তাসাউর নামের ওই চোরাকারবারীকে জেরা করা হচ্ছে।
|
আজ সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ডানলপের কাছে একটি পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। রাজারহাট থেকে ফেরার সময় এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের সঙ্গে জিপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে বরাহনগর থানার পুলিশ। |