শ্যামবাজারের রেস্তোরাঁয় আগুন |
আজ সকালে শ্যামবাজারের পাঁচমাথার মোড়ের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। রেস্তোরাঁটির উপরের তলে রয়েছে একটি কাপড়ের গুদাম। তাই ২০১ এপিসি রোডের রেস্তোরাঁ সংলগ্ন এলাকায় বড়সড় অগ্নিকাণ্ডের আশঙ্কায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। গ্যাস লিক করার ফলেই আগুন লাগে বলে ধারণা দমকল কর্তৃপক্ষের। তাঁরা আরও জানিয়েছেন যে, রেস্তোরাঁটিতে অগ্নি নির্বাপণ বিধি যথাযথ ভাবে মানা হয়নি। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন ঘটনাস্থলে কর্মরত দমকল কর্মীরা।
|
মুর্শিদাবাদে খুন আরএসপি সমর্থক |
ভোটের মুখে খুন হলেন এক আরএসপি সমর্থক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের পিঁপড়েখালিতে। পুলিশ সূত্রে খবর, নিহত আরএসপি সমর্থকের নাম আব্দুল মজিদ শেখ। গতকাল রাতে দলীয় প্রচার সেরে বাড়ি ফেরেন তিনি। আজ সকালে মজিদ শেখের ঘরে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।
|
ভবিষ্যতে সে নভশ্চর হতে চায়। ছুঁতে চায় আকাশ। এখন উপায়!! সরাসরি নাসাকে চিঠি দিয়ে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছের কথা জানাল এক ব্রিটিশ নাগরিক। কী লেখা হল সেই চিঠিতে? নাসাকে লেখা চিঠিতে সে লিখল, ‘প্রিয় নাসা, আমার নাম ডেক্সটার। আমি শুনেছি তোমরা মঙ্গল গ্রহে দু’জনকে পাঠাচ্ছো। আমিও যেতে চাই, কিন্তু আমার বয়স ৭।’ সত্যি চিন্তার বিষয়....বয়স মাত্র সাত। এখন উপায়!!
|
লিলুয়ায় নর্দমায় নিখোঁজ ব্যক্তির দেহ |
লিলুয়ার কালীতলায় নর্দমা থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। পুলিশ সূত্রে খবর, দেহটি উজ্জ্বল বল ওরফে রিঙ্কুর, বয়স ৪২ বছর। গতকাল সকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাঁর দেহে মিলেছে গুলির আঘাতের চিহ্ন। এলাকায় জমি সংক্রান্ত দালালির কাজ করতেন তিনি। এই নিয়ে দ্বন্দ্বের জেরেই এই খুন বলে অভিযোগ মৃতের পরিবারের। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
লরির সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষ, মৃত ২ |
বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের কাছে পুলিশের গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মী-সহ দু’জনের। ঘটনাটি ঘটেছে গলসি থানার কাছে। দুর্ঘটনায় মৃত পুলিশ কর্মীর নাম হৃদয় চন্দ্র পাল। ঘটনাস্থলে পৌঁছে দেহ দু’টিকে উদ্ধার করে গলসি থানার পুলিশ। |