সেকেন্দরাবাদে ভেঙে পড়ল হোটেল, মৃত ১০ |
আজ সকাল সাড়ে ছ’টা নাগাদ অন্ধ্রপ্রদেশের সেকেন্দরাবাদে ভেঙে পড়ল একটি দোতলা হোটেল। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের। আহত কমপক্ষে ১১ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। হায়দরাবাদের পুলিশ কমিশনার অনুরাগ শর্মা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে ২০ জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে প্রায় ৪০ জন আটকে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে দমকল ও উদ্ধারকর্মীরা। এখনও পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকাজের জন্য সিআরপিএফ-এর বিশেষ উদ্ধারকারী দলের সাহায্যও চাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
|
আজ বিধানসভায় পালিত হল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মশতবর্ষ। তিনি ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার সামলেছেন। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৪৬-’৪৭ সালের তেভাগা আন্দোলনে তিনি যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেন। সত্তরের দশকে কম্যুনিস্ট আন্দোলনে তাঁর সুদৃঢ় নেতৃত্ব পরবর্তিকালে রাজ্যে এবং দেশের রাজনীতিতে তাঁর দলকে সুপ্রতিষ্ঠিত করে। ১৯৬৪ সালে ভারতে সিপিআইএম-এর জন্মলগ্ন থেকে তাঁর মৃত্যুর আগে পর্যন্ত একনিষ্ঠ ভাবে তিনি দলের পলিটব্যুরোর সদস্য হিসাবে কাজ করে গেছেন। জাতীয় রাজনীতিতেও তিনি নেতা হিসাবে অত্যন্ত শ্রদ্ধেয় এবং জনপ্রিয়। তাই দল-মত নির্বিশেষে আজ বিধানসভায় পালিত হচ্ছে তাঁর জন্মশতবর্ষ। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিম, সোমনাথ চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সৌগত রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা।
|
তদন্তে এনআইএ, মিলল মহাবোধি-বিস্ফোরণের ফুটেজ |
বিহারের মহাবোধি মন্দিরে ধারাবাহিক বিস্ফোরণের তদন্তে নামল এনআইএ। গত ৪৮ ঘণ্টার সিসিটিভি-র ফুটেজ উদ্ধার করলেন তাঁরা। মন্দির চত্বরের ১৬টি সিসিটিভি-র মধ্যে একটির ফুটেজে বিস্ফোরণের ছবি ধরা পড়েছে বলে জানিয়েছে তদন্তকারী দল। বোধি বৃক্ষের কাছে রাখা এই ক্যামেরায় ২টি বিস্ফোরণের ছবি পাওয়া গেছে। ফুটেজে কয়েক জন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতেও দেখা গিয়েছে বলে জানান তাঁরা। তাদের খোঁজে জোর কদমে তল্লাশি চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর এনআইএ জানিয়েছে, রাত ২টো থেকে ভোর ৪টের মধ্যে মন্দির চত্বরে বোমাগুলি রাখা হয়েছিল। |