টুকরো খবর |
কেশপুরের কিশোরীর সন্ধান পঞ্জাবে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কেশপুরের বাসিন্দা বছর পনেরোর এক কিশোরীকে পঞ্জাব থেকে উদ্ধার করল পুলিশ। সঙ্গে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ, রবিবার তাদের মেদিনীপুর আদালতে হাজির করা হবে। দু’জনের বাড়িই কেশপুর থানার কলাগ্রামের থাউরে। মেয়েটির বাবা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, বাপন হাজরা-সহ দুই যুবক তার মেয়েকে অপহরণ করেছে। অভিযোগ পেয়ে পুলিশ অপহরণের মামলা শুরু করে। ঘটনাটি গত ৭ জুনের। ওই দিন নবম শ্রেণির ওই ছাত্রীকে ‘অপহরণ’ করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে শুরুতে বিদেশ হাজরা নামে এক যুবককে ধরে পুলিশ। তাকে জেরা করে বাপনের মোবাইল নম্বর পায় পুলিশ। সেই সূত্রে পুলিশ জানতে পারে কিশোরীকে নিয়ে ওই যুবক পঞ্জাবের অম্বালায় আছে। এরপর পঞ্জাব পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় কেশপুর থানার পুলিশের একটি দল। গত ৩ জুলাই ওই কিশোরীকে উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় আদালত থেকে পাঁচ দিনের জন্য ‘ট্রানজিট রিমান্ড’ মেলে।
|
কনেযাত্রীর গাড়ি উল্টে মৃত কিশোর
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কনেযাত্রী বোঝাই গাড়ি উল্টে মৃত্যু হল এক জনের। আহত হয়েছেন ১৭ জন। মৃতের নাম সনজিৎ পাল (১৯)। বাড়ি তমলুকের অনন্তপুর গ্রামে। পাঁশকুড়া থানার প্রতাপপুর এলাকার নারায়ণদিঘির কাছে তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কে শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। আহত ১৭ জনের সবাইকে প্রথমে তমলুকের অনন্তপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে এদের মধ্যে গুরুতর আহত এক মহিলা-সহ নয় জনকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুরে অনন্তপুর থেকে কনে যাত্রীরা দু’টি ছোট লরিতে করে পাঁশকুড়া থানার রাতুলিয়াতে বউভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কের নারায়ণদিঘির কাছে প্রায় ৩৫ জন কনেযাত্রী বোঝাই ওই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক নারকেল গাছে ধাক্কা মেরে উল্টে যায়। এতে ওই গাড়িতে থাকা কনের ভাই সনজিৎ ঘটনাস্থলেই মারা যায়। আহত হন ১৭ জন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
|
পুলিশের গাড়ি ভাঙচুর, ধৃত
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
লরির ধাক্কায় স্কুলছাত্রীর মত্যুর পর উত্তেজিত জনতা পথ অবরোধ করেছিল, ভাঙচুর করা হয়েছিল পুলিশের গাড়ি। ঘাটালের সেই ঘটনায় মোট ১০ জনকে ধরল পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন স্কুলছাত্র আছে। ধৃতদের শনিবার ঘাটাল আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। শুক্রবার ঘাটাল থানার নতুক মোড়ে দুর্ঘটনায় ছাত্রী-মৃত্যুর পরে ধুন্ধুমার বাধে। জনতা কুঠিঘাট-রাধানগর সড়ক অবরোধ করে। দুর্ঘটনার জন্য নতুক মোড়ের মহানন্দ চক্রবর্তীর বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে পুলিশ ও স্থানীয় বিডিও দেবব্রত রায়। কিন্তু তাতেও উত্তেজনা প্রশমিত হয়নি। উত্তেজিত জনতার ছোড়া ইট-পাটকেলে জখম হন প্রায় ২০ জন পুলিশকর্মী। ভাঙচুর চালানো হয় পুলিশের তিনটি গাড়িতেও। পুলিশ ‘সুয়োমটো’ মামলা শুরু করে। ঘটনার দিনই ৬ জনকে ধরেছিল পুলিশ।
|
বধূ খুনে গ্রেফতার তিন
নিজস্ব সংবাদদাতা • এগরা |
শ্বশুরবাড়ির পুকুরে বধূর মৃতদেহ ভেসে ওঠায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার সাতবাহিনী গ্রামে। শনিবার সকালে পুকুরে সোমা দাস (২২) নামে ওই মহিলার মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। এ দিন সন্ধ্যায় পুলিশ ওই ঘটনায় মৃতার বড় জা প্রতিমা দাস, ভাসুর শম্ভুনাথ দাস ও শাশুড়ি কাজল দাসকে ধরে। বছর তিনেক আগে সাতবাহিনীর রথীন্দ্রনাথ দাসের সাথে চিস্তিপুরের সোমা নায়কের বিয়ে হয়। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। মৃতার বাবা শ্যামল নায়কের অভিযোগ, “জামাইয়ের সঙ্গে তাঁর বৌদির সম্পর্ক ছিল। অতিরিক্ত পণের দাবিতে মেয়েকে নির্যাতনও করা হত।”
|
সিপিএম নেতা ধৃত |
বেআইনি অস্ত্র রাখার অভিযোগে ঝাড়গ্রামের সিপিএম নেতা অসিত গিরিকে ধরল পুলিশ। শনিবার একতাল গ্রামের বাড়ি থেকে তাঁকে ধরা হয়। তিনি সিপিএমের আগুইবনি লোকাল কমিটির সদস্য। এ দিন তাঁকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে চার দিন পুলিশি হেফাজতের নির্দেশ হয়।
|
|
ছত্তীসগঢ়, ঝাড়খন্ডে মাওবাদী হানার পর মেদিনীপুরের জঙ্গলমহলে সিআরপিএফ-এর কড়া পাহারা।
শালবনির চ্যাংশোলের কাছে মেদিনীপুর-লালগড় সড়কে কিংশুক আইচের তোলা ছবি। |
|