পকেটমার সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল শেখ ইনসান (৪২) নামে এক জনের। তাঁর বাড়ি বর্ধমানের রসিকপুরের লায়েকপাড়া। শনিবার ভোরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরের ঘটনা। তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন লাখুরিয়ার বাসিন্দা সুকুমার মাঝি, জামালপুরের শ্যাম সাহানি, ও বীরভূমের নলহাটির বাসিন্দা আব্দুল আবু বক্কর। মঙ্গলকোটের লাখুরিয়ার বাসিন্দা রমজান মোল্লা বর্ধমান থানায় অভিযোগ করেন, তিনি এ দিন হাসপাতাল চত্বরেই ছিলেন। ভোরে দেখেন পকেটমার সন্দেহে এক জনকে মারধর করা হচ্ছে। তিনি বাধা দিতে গিয়ে ব্যর্থ হন। এর পর জনা তিনেক লোক জোগাড় করে ওই ব্যক্তিকে ইমার্জেন্সি বিভাগে নিয়ে যান। সেখানে ইনসানকে মৃত বলে ঘোষণা করা হয়। গণপিটুনিতে জড়িত থাকা তিনজনকে হাতে নাতে ধরেন। পুলিশ তাদের গ্রেফতার করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দেহের ময়নাতদন্তের সময়ে রসিকপুর থেকে কয়েক জন এসে হাসপাতাল চত্বরে ভাঙচুর চালায়। আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায় জানান, ভাঙচুরের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক যুবকের। শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের আণ্ডাল-সাঁইথিয়া শাখায় পাঁচাড়া রেল স্টেশনের কাছে।
|