কামদুনি কাণ্ডে আজও হল না চার্জ গঠন |
গত কাল সিআইডির তদন্তকারী অফিসার তথা সরকার পক্ষের বিশেষ কৌঁসুলিকে তীব্র ভর্ত্সনা শুনতে হয়েছিল বারাসত ফাস্ট ট্র্যাক কোর্টের তিন নম্বর কক্ষে। বিচারক অর্পণ চট্টোপাধ্যায় গত কাল সিআইডিকে বলেছিলেন কেন এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে না, আজ তার ‘সন্তোষজনক’ উত্তর দিতে। আদালতের নির্দেশ মতো, আজ সেই ব্যাখ্যায় সিআইডির তরফ থেকে জানানো হয়েছে, যে চার্জশিট জমা দেওয়া হয়েছে তা চূড়ান্ত নয়। তদন্ত এখনও চলছে। আরও তথ্য প্রমাণ হাতে আসলে তা সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে আদালতে পেশ করা হবে। আজও আদালত কক্ষে কামদুনি গ্রামের বাসিন্দাদের সাহায্যকারী আইনজীবিরা এই ‘অসম্পূর্ণ’ ও ‘অসঙ্গতিপূর্ণ’ চার্জশিট নিয়ে দীর্ঘ ক্ষণ সওয়াল জবাব করেন। সব পক্ষের কথা শোনার পর বিচারক জানান, এই মামলার পরবর্তী শুনানি হবে ১২ জুলাই। সেই দিন আদালত মনে করলে চার্জ গঠন করার নির্দেশ দিতে পারে।
|
দমদম থেকে কবি সুভাষগামী একটি এসি রেক বিকল হওয়ায় ফের কলকাতা মেট্রোতে বিভ্রাট দেখা দিল। সকাল ১১টা নাগাদ রেকটি বিকল হয়। তার পর থেকে বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ ছিল। গিরিশ পার্ক স্টেশন থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চালানো হয়। দমদম থেকে বেলগাছিয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। সকালে মেট্রোরেল সূত্রে জানানো হয়েছিল, যত ক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়াররা এসে বিকল রেকটিকে ঠিক করে নোয়াপাড়া কারশেডে না নিয়ে যাচ্ছে তত ক্ষণ ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।
|