আওয়ামি লিগ জয়ী উপনির্বাচনে
সংবাদসংস্থা • ঢাকা |
কিশোরগঞ্জের একটি আসনের উপ-নির্বাচনে বড়সড় জয় পেল শাসকদল আওয়ামি লিগ। এক মাস আগেই চার শহরের পুর ভোটের একটিতেও জয় পায়নি তারা। ফলে আজকের এই জয় তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি জিলুর রহমানের মৃত্যুর পর দায়িত্বভার গ্রহণ করেন আবদুল হামিদ। কিশোরগঞ্জের এই আসন থেকে টানা সাত বার জিতে সংসদে গিয়েছিলেন হামিদ। তিনি রাষ্ট্রপতি হলে এই আসনটি ফাঁকা হয়ে যায়। এ বারের উপ-নির্বাচনে আওয়ামি লিগের প্রার্থী ছিলেন হামিদেরই বড় ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক। বিরোধী জোট এই ভোটে সরাসরি অংশ না নিলেও আওয়ামি লিগেরই এক বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করেছিল। বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলামকে শেষ পর্যন্ত অবশ্য লাখো ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন তৌফিক।
|
ইরাকে হত ৫৭
সংবাদসংস্থা • বাগদাদ |
বাগদাদের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭। মঙ্গলবার শহরের একটি বাজারে ছ’টি গাড়িবোমা বিস্ফোরণ হয়। নিহত হন ৪২ জন। জখম হন ১০০ জনেরও বেশি। এখনও পর্যন্ত কোনও সংগঠন হামলার দায় স্বীকার করেনি। কিন্তু হামলার ধরন দেখে মনে করা হচ্ছে এর পিছনে আল কায়দা থাকতে পারে। |