আজকের শিরোনাম
রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা-সহ বহু জেলা
গত রাত থেকে রাজ্য জুড়ে টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা ও শহরতলি-সহ বহু জেলা। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে তেরি নিম্নচাপ অক্ষরেখার কারণে এই ভারী বৃষ্টি। এর ফলে উত্তর থেকে দক্ষিণ, কলকাতার বিভিন্ন প্রান্ত ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, গড়িয়াহাট বা কনফিল্ড রোড থেকে উত্তরের কাঁকুড়গাছি, সুকিয়া স্ট্রিট, আর্মহার্স্ট স্ট্রিট, বিধান সরণি অথবা মধ্য কলকাতার ক্যামাক স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, শহরের সর্বত্র কমবেশি একই চিত্র দেখা গেছে। আজ অফিসযাত্রীদের ভিড় না-থাকায় বিপাকে পড়েননি নিত্যযাত্রীরা। কিন্তু বিভিন্ন প্রয়োজনে যারা আজ শহরের রাস্তায় নেমেছেন, যানজটে নাজেহাল হয়ে চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হয়েছেন তাঁরা সকলেই। উত্তর ২৪ পরগনার আগরপাড়া-সব বহু এলাকায় একই রকম পরিস্থিতি রয়েছে। টানা বৃষ্টির ফলে সামান্য হলেও ব্যাহত হয়েছে স্বাভাবিক ট্রেন পরিষেবা। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। টিকিয়াপাড়া ও সাঁতরাগাছি কারশেডে জল জমায় হাওড়ার পূর্ব ও দঃ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শিয়ালদহ শাখায়ও রেল চলাচল বিঘ্নিত হয়েছে। সিগন্যাল ব্যবস্থা খারাপ হওয়ায় সোনারপুর, বিরাটি ও কাঁকিনাড়ায় ধীর গতিতে ট্রেন চলছে। ফলে অসুবিধায় পড়েছেন এই সব শাখার ট্রেনযাত্রীরা। এ ছাড়া বেলঘড়িয়া, চাকদহ, দমদম ক্যান্টনমেন্টে দেরিতে ট্রেন চলছে।
আবহাওয়া দফতর তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে ৩৫.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। হুগলির হিন্দমোটর, চুঁচুড়া-সহ বাঁকুড়া, পুরুলিয়া, মালদহের বিভিন্ন অঞ্চলও জলমগ্ন। মালদহে প্রবল বৃষ্টিতে একটি মাটির বাড়ি ধসে আহত হয়েছেন ৩ জন। গত রাতে মালবাজারের নেওড়া নদীতে হঠাত্ই হড়পা বান নামে। এর ফলে প্রবল জলের তোড়ে ভেসে যায় ৫টি ট্রাক ও ২টি সাইকেল।
টানা বৃষ্টির ফলে এই দূর্ভোগ চলার আশঙ্কা আগামী কয়েক দিনও। আগামী ৪৮ ঘণ্টায় এ রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.