|
|
|
|
টুকরো খবর |
জবরদখল উচ্ছেদ, উত্তেজনা হলদিয়ায়
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
রেলের জমি থেকে জবরদখলকারীদের উচ্ছেদ ঘিরে উত্তেজনা ছড়াল হলদিয়ার চৈতন্যপুরে। শনিবার স্থানীয় বরদা স্টেশন সংলগ্ন এলাকায় জবরদখল উচ্ছেদ করতে গিয়ে রোষের মুখে পড়েন রেল আধিকারিকেরা। রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত ২৪ জুন রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বরদা স্টেশন সংলগ্ন জমি ফাঁকা করার কথা বলা হলেও তা করা হয়নি। স্থানীয় দোকানদার কালীপদ জানা ও বৃহস্পতি প্রধানদের কথায়, “রেল কোনও আলোচনা না করে আমাদের পথে বসাতে হঠাৎ নোটিস দিয়েছে।” শনিবার সকালে দোকান ভাঙার তোড়জোড় শুরু হলে পৌঁছে যান জেলা পরিষদের তৃণমূল সদস্য আনন্দময় অধিকারী, স্থানীয় পঞ্চায়েত প্রধান-সহ অন্যান্য কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, পুনর্বাসনের জন্য আলোচনা না করে কাউকে হটানো যাবে না। রেলের খড়্গপুর শাখার অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়র এম আলম বলেন, “আগে নোটিশ দিলেও ওঁরা দোকান ভাঙেনি। পুনর্বাসনের বিষয়ে এখনও কিছু ভাবা হয়নি। তবে জবরদখল সরাতে হবেই।
|
মাটি খুঁড়ে বন্দুক লালগড়ের জঙ্গলে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ফের অস্ত্র মিলল জঙ্গলমহলে। শনিবার লালগড়ের টেসাবাঁধ জঙ্গল লাগোয়া এলাকা থেকে মাটিতে পোঁতা চারটি দেশি বন্দুক উদ্ধার করে সিআরপি। পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে কাঁটাপাহাড়ি ক্যাম্পের সিআরপি জওয়ানেরা ওই এলাকায় তল্লাশির সময় অস্ত্রগুলির খোঁজ পান। প্রাথমিক ভাবে অনুমান, বন্দুকগুলি দীর্ঘদিন মাটিতে পোঁতা ছিল। |
|
|
|
|
|