অর্থনীতির হাল ফেরাতে পরিকাঠামোয় জোর দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্র। তার সঙ্গে তাল মিলিয়ে টেলি যোগাযোগ এবং টেলি পরিষেবাকে পরিকাঠামো শিল্পের আওতায় আনতে বিজ্ঞপ্তি জারি করল রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে এই শিল্প ব্যাঙ্কের কাছ থেকে সহজে ঋণ পাবে। বিদেশ থেকে টাকা তোলার রাস্তা আরও পরিষ্কার হবে সংস্থাগুলির পক্ষে।চলতি সপ্তাহেই রেল, বন্দর ও বিদ্যুৎ-সহ পরিকাঠামো শিল্পে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে ১.১৫ লক্ষ কোটি টাকা লগ্নির লক্ষ্যমাত্রা রেখেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তার পরেই টেলিকম শিল্পকে এর আওতায় আনার কথা ঘোষণা করল শীর্ষ ব্যাঙ্ক। বর্তমানে দেশে পরিকাঠামো ক্ষেত্রের আওতায় মোট পাঁচটি শিল্প রয়েছে। যোগাযোগ, বিদ্যুৎ, পরিবহণ, জল ও জঞ্জাল সাফাই এবং সামাজিক ও বাণিজ্যিক পরিকাঠামো। যার মধ্যে শেষেরটির আওতায়ই আনা হল টেলি যোগাযোগ ও পরিষেবা শিল্পকে।
|
ইসুজু মোটরস ইন্ডিয়ার স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) এবং পিক আপ ট্রাক তৈরি করবে হিন্দুস্তান মোটরস। ওই সব গাড়ির যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা হবে। পরে চেন্নাইয়ের কাছে তিরুভাল্লুরে হিন্দ মোটরসের কারখানায় যন্ত্রাংশ জুড়ে গাড়ি তৈরি হবে। অবশ্য ওই সব গাড়ি ভারতে বিপণন করবে ইসুজু। ইসুজু মোটরস ইন্ডিয়ার প্রেসিডেন্ট তাকাশি কিকুচি বলেন যে, অন্ধ্র প্রদেশে তাঁরা নতুন একটি গাড়ি কারখানা তৈরি করছেন। সেটি শেষ হতে বছর চারেক সময় লাগবে। তার আগেই ভারতে এসইউভি এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হাল্কা ট্রাকের বাজার ধরতে হিন্দ মোটরসের কারখানায় গাড়ি তৈরি করে তা বিপণন করতে চায় ইসুজু। |