আজ বীরভূমের লোহাপুর ও মোড়গ্রামের মাঝে রেললাইনে ডিটোনেটর উদ্ধার হয়েছে। সকালে নলহাটি-আজিমগঞ্জ রুটে রেললাইনে সন্দেহজনক প্যাকেট পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা তা খুলে দেখেন। প্যাকেটের মধ্যে প্রায় ২৫ টি ডিটোনেটর ও ৫টি জিলেটিন স্টিকের খোঁজ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তারা খবর দেন নিকটবর্তী লোহাপুর রেল স্টেশনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আরপিএফ ও জিআরপি। পরিস্থিতি খতিয়ে দেখতে রেলের উচ্চপদস্থ কর্তারাও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে রেল সূত্রে খবর। ঘটনার জেরে সকাল থেকেই নলহাটি-আজিমগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এই ঘটনার সঙ্গে কোনও মাও যোগাযোগ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।
|
বর্ধমান কর্ড লাইনে রেল অবরোধ |
ট্রেন দুর্ঘটনার পরে গ্যাংম্যানদের বিক্ষোভের জেরে সকাল থেকেই হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। নিহতের সহকর্মীরা জানিয়েছেন মীর্জাপুর-বাঁকিপুর রেল স্টেশনের মাঝে কর্মরত অবস্থায় তাঁকে ধাক্কা মারে পূর্বা এক্সপ্রেস। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গ্যাংম্যানের। দীর্ঘদিন ধরেই লাইনে কাজ করার সময় ট্রেনের ধাক্কায় কোন না কোন গ্যাংম্যানের মৃত্যু হয় বলে অভিযোগ জানান নিহতের সহকর্মীরা। ঘটনার প্রতিবাদে আজ সকাল ৯টা থেকেই অবরোধ শুরু করেন তাঁরা। ফলে চরম অস্বস্তিতে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলের পৌঁছেছে আরপিএফ। রওনা দিয়েছেন রেলের আধিকারিকেরাও। |