সাত দিন যেমন

অসীম দাস

শনিবারের রাশি: কুম্ভ।
নক্ষত্র: পূর্বভাদ্রপদ।
শুভ রং: সাদা, বাদামি, আকাশি ও লেমন।
এড়িয়ে চলুন: লাল, মেরুন, গোলাপি ও সবুজ।
শুভ সংখ্যা: ৫, ৭ ও ৯।
এড়িয়ে চলুন: ৮।
এ দিন চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে থাকায় এবং রাশির পঞ্চমে বৃহস্পতির, রবি ও বুধের সঙ্গে সহাবস্থানের জন্য কর্মক্ষেত্রে শৈল্পিক গুণমানের মূল্যায়ন পেতে পারেন। রাজনীতিকদের জন্য নতুন কোনও সমীকরণ কার্যকরী হয়ে উঠতে পারে। সন্তানের বহুমুখী প্রতিভা বিকশিত হতে পারে। সপ্রতিভ আচরণের জন্য বিপরীত লিঙ্গের দ্বারা আকৃষ্ট হতে পারেন। দাম্পত্যে নিজস্ব ঢঙে পুরনো কোনও জটিল ভুল বোঝাবুঝি মেটাতে পারেন। শিরদাঁড়া, হাঁটু বা কোমরের সমস্যা ভোগাতে পারে।
রবিবারের রাশি: মীন।
নক্ষত্র: উত্তরভাদ্রপদ।
শুভ রং: গেরুয়া, হলুদ, সোনালি ও কমলা।
এড়িয়ে চলুন: ফিরোজা, বেগুনি ও ঘন নীল।
শুভ সংখ্যা: ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ৪ ও ৮।
এ দিন চন্দ্র শনির নক্ষত্রে থাকায় এবং রাশির অষ্টমে শনির, রাহুর সঙ্গে সহাবস্থানের জন্য কর্মক্ষেত্রে উন্নতি ও স্থান পরিবর্তনের সম্ভাবনা বাড়তে পারে। অর্থলগ্নি সংস্থা অথবা বিনিয়োগ ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য কোনও সুখবর থাকতে পারে। ভাই বা বোনের শারীরিক আঘাতের আশঙ্কা থাকতে পারে। অপ্রত্যাশিত ভাবে কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে ঠিক সিদ্ধান্ত নিতে পারেন। দাম্পত্যে কোনও সম্পত্তি কেনার পরিকল্পনা রূপায়িত হতে পারে। পিত্তথলির সমস্যা বা মূত্রনালীর সংক্রমণ হলে সতর্ক হোন।
সোমবারের রাশি: মীন।
নক্ষত্র: রেবতী।
শুভ রং: লাল, মেরুন, হলুদ ও সাদা।
এড়িয়ে চলুন: বেগুনি, সবুজ ও বাদামি।
শুভ সংখ্যা: ৪, ৫ ও ৮।
এড়িয়ে চলুন: ৬।
এ দিন চন্দ্র বুধের নক্ষত্রে থাকায় এবং রাশির চতুর্থে বুধের, রবি ও বৃহস্পতির সঙ্গে একযোগে অবস্থানের জন্য চাকরিজীবীরা সহকর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন। মুদ্রণ ও প্রকাশন ব্যবসার সঙ্গে জড়িতরা আর্থিক ভাবে লাভবান হতে পারেন। সন্তানের উচ্চশিক্ষার সম্ভাবনা হতে পারে। ভাই বা বোনের সঙ্গে মতানৈক্য হতে পারে। বাক্চতুরতার কারণে প্রেমে লাভবান হতে পারেন। দাম্পত্যে গৃহসজ্জার সামগ্রী কিনতে পারেন। দাঁত ও গ্যাসের সমস্যা ভোগাতে পারে।

মঙ্গলবারের রাশি: মেষ।
নক্ষত্র: অশ্বিনী।
শুভ রং: সাদা, কালো, লাল ও স্টিল গ্রে।
এড়িয়ে চলুন: সবুজ, কমলা ও লেমন।
শুভ সংখ্যা: ৬, ৭ ও ৯।
এড়িয়ে চলুন: ৫ ও ৮।
এড়িয়ে চলুন এ দিন চন্দ্র কেতুর নক্ষত্রে কেতুর সঙ্গে সহাবস্থান করায় কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা থাকবে। পরিবহণ ও লোহা রফতানি ব্যবসায়ীদের জন্য শুভ যোগাযোগ আসতে পারে। বোনের হস্তক্ষেপে সংসারে শান্তি বাড়তে পারে। সন্তানের কার্যকলাপে দুশ্চিন্তা বাড়তে পারে। মেজাজের ভারসাম্য হারিয়ে প্রেমের ক্ষেত্রে অসন্তোষের যোগ দেখা যায়। দাম্পত্যে কোনও আত্মীয়কে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির আশঙ্কা হতে পারে। তলপেটের সমস্যা অথবা রক্তার্শ থেকে সতর্ক থাকুন।
বুধবারের রাশি: মেষ।
নক্ষত্র: ভরণী।
শুভ রং: সোনালি, আকাশি ও সবুজ।
এড়িয়ে চলুন: লাল, তামাটে ও ফিরোজা।
শুভ সংখ্যা: ৬, ৭ ও ৯।
এড়িয়ে চলুন:
৪ ও ৮।
এ দিন চন্দ্র শুক্রের নক্ষত্রে কেতুর সঙ্গে সহাবস্থান করায় এবং রাশির চতুর্থে শুক্রের অবস্থানের জন্য কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। পরিকাঠামো নির্মাণকারী ব্যবসার সঙ্গে জড়িতরা আর্থিক ভাবে লাভবান হতে পারেন। প্রতিবেশীকে কেন্দ্র করে সংসারে অশান্তির সম্ভাবনা। ভাইয়ের পরামর্শে কোনও জটিল সমস্যার সমাধান করতে পারেন। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক আচরণ নৈকট্য বাড়াতে পারে। দাম্পত্যে নতুন কোনও ফ্ল্যাট কেনার কথা ভাবতে পারেন। টনসিল ও শ্বাসের সমস্যা হলে সতর্ক হোন।
বৃহস্পতিবারের রাশি: বৃষ।
নক্ষত্র: কৃত্তিকা।
শুভ রং: ঘন লাল, কালো ও ফিরোজা।
এড়িয়ে চলুন: সবুজ, বেগুনি ও নীল।
শুভ সংখ্যা: ১ ও ৮।
এড়িয়ে চলুন: ৩ ও ৫।
এ দিন চন্দ্র রবির নক্ষত্রে মঙ্গলের সঙ্গে সহাবস্থান করায় এবং রাশির দ্বিতীয়ে রবির, বুধ ও বৃহস্পতির সঙ্গে সহাবস্থানের জন্য কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আইনি সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। পারিবারিক সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হতে পারে। বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আত্মবিশ্বাসী আচরণের কারণে কোনও সহকর্মীর প্রেমে পড়তে পারেন। দাম্পত্যে কোনও তুচ্ছ কারণে উত্তেজনা বাড়তে পারে। চোখ, মাইগ্রেন অথবা গ্ল্যান্ডের কোনও সমস্যা হলে সতর্ক হোন।
শুক্রবারের রাশি: বৃষ।
নক্ষত্র:রোহিণী।
শুভ রং: সবুজ, সোনালি, সাদা ও ফিরোজা।
এড়িয়ে চলুন: গোলাপি, বাদামি ও বেগুনি।
শুভ সংখ্যা:৩ ও ৯।
এড়িয়ে চলুন:২ ও ৪।
এ দিন চন্দ্র শুক্রের ক্ষেত্রে নিজের নক্ষত্রে থাকায় ও রাশির তৃতীয়ে শুক্রের অবস্থানের জন্য চাকরিজীবীদের অর্থাগম বাড়তে পারে। শিল্পী, অভিনেতাদের জন্য নতুন কোনও সুযোগ আসতে পারে। বাবার সঙ্গে ইগো-সমস্যা বাড়তে পারে। কোনও আত্মীয়ের উপস্থিতি পরিবারে খুশির হাওয়া বাড়াতে পারে। আবেগের বশে বেশি বয়সের কারও সঙ্গে মানসিক ভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্যে রোম্যান্টিকতা বাড়তে পারে। ফুসফুসে সংক্রমণ বা অ্যালার্জি থেকে সতর্ক থাকুন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.