ফের ধস, উত্তরাখণ্ডে ব্যাহত উদ্ধারকাজ |
কেদারনাথে প্রকৃতির ধ্বংসলীলার প্রায় এক সপ্তাহ কেটে গেছে। নিখোঁজ কয়েক হাজার মানুষ। উদ্ধারকাজও চলছে দ্রুততার সঙ্গে। তার মধ্যে আবার নতুন করে বাধ সেধেছে বৃষ্টি। দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী আগামী ২ দিন ধরে বৃষ্টি হওয়ার কথা। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হওয়াতে গৌচর-জোশীমঠ অঞ্চলে নতুন করে ধস নেমেছে আজ। ফলে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। মেঘের জন্য দৃশ্যমানতা কম থাকায় কেদারনাথ ও বদ্রীনাথে উদ্ধারকাজে ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না চপার। আজ কেদারনাথের পুলিশ সুপার জানিয়েছেন, কেদার ও গৌরীকুণ্ডে উদ্ধার হওয়া দেহগুলির শনাক্তকরণ শুরু হয়েছে। তিনি আরও জানান, ধস নামার কারণে কেদার ও বদ্রীর সঙ্গে যোগাযোগ ফের বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখনও পর্যন্ত প্রায় ১৫ হাজার পর্যটক আটকে। এর মধ্যে প্রায় ৭ হাজার তীর্থযাত্রী আটকে রয়েছেন বদ্রীনাথে। গোবিন্দঘাট থেকে ২০০ তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে প্রশাসনসূত্রে খবর। তার মধ্যে উত্তরাখণ্ড জুড়ে খাবার ও পানীয় জলের সংকট দেখা দেওয়ায় সমস্যা আরও ঘনীভূত হয়েছে। এ দিকে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদেহগুলি শনাক্তকরণের যাবতীয় পদ্ধতির পর কেদারনাথেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি, উদ্ধার হওয়া দেহগুলির ছবিও দেওয়া হবে ওয়েবসাইটে।
|
পঞ্চায়েত ভোটে বাহিনী দিতে পারবে না কেন্দ্র |
পঞ্চায়েত ভোটে বাহিনী দিতে পারবে না কেন্দ্র। আজ কলকাতা হাইকোর্টে জানালেন কেন্দ্র সরকারের আইনজীবী। উত্তরাখণ্ডের পরিস্থিতি এবং মাওবাদী সমস্যার জন্যেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থতিতে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের ভবিষ্যত্ কী হবে তা নিয়ে উদ্বিগ্ন গোটা রাজ্য। সরকারের সাফ কথা, কমিশন যে পরিমাণ বাহিনী চাইছে তা নেই রাজ্যের কাছে। কেন্দ্র সরকারও বাহিনী দিতে অপারগ আর রাজ্যের নির্বাচন কমিশনের বিচারে রাজ্যে যে পরিমাণ বাহিনী রয়েছে তা পর্যাপ্ত নয়। তা হলে উপায়? রাজ্যের কাছে যেখানে নিরাপত্তা বাহিনী অপর্যাপ্ত, সেখানে পাঁচ দফায় ভোট নয় কেন, কমিশনের তত্ত্ব মেনে সরকার পক্ষের আইনজীবীকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি জয়মাল্য বাগচি। রাজ্যে ভোটে নূন্যতম কত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন তা আজ দুপুর ২টোর মধ্যে কমিশনকে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় বাহিনীর ‘নূন্যতম’ সংখ্যাটি কত এবং তা কেন্দ্র দিতে পারবে কি না তা জানতে মুখিয়ে গোটা রাজ্য।
|
ধনেখালি কাণ্ড: সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য |
আদালতে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। ধনেখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দেয় রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের সেই আবেদনকে খারিজ করে দিল সুপ্রিম কোর্টের এ কে পট্টনায়ক ও রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ। ফলে ধনেখালি কাণ্ডে কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশকেই বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত।
|
পড়তে যাওয়ার সময় নবম শ্রেণির এক ছাত্রীকে ছুরি মেরে পালায় এক যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর। কোচবিহারের নাজিরহাটে আজ এই মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা যুবককে তাড়া করলে সে একটি স্কুলের ছাদে ওঠার সময় পড়ে গিয়ে আহত হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। |