কাঠ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
আলিপুরদুয়ার পুরসভার এক কংগ্রেস কাউন্সিলরের বাড়ি থেকে চোরাই কাঠ উদ্ধার হয়েছে। কাউন্সিলরের দাবি, বনকর্মীদের তাড়া খেয়ে কয়েক জন ব্যক্তি বাড়িতে কাঠ ফেলে পালিয়েছে। রবিবার আলিপুরদুয়ার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ নগরে এই ঘটনাটি ঘটে। বনকর্মীরা রুটিন টহল দেবার সময় কাঠ বোঝাই কয়েকটি সাইকেল ওই কাউন্সিলরের বাড়িতে ঢুকতে দেখে বলে জানা গিয়েছে। তল্লাশি চালিয়ে কাঠগুলি বাজেয়াপ্ত করেছে বন দফফতর। কাউন্সিলার দীপক দে বলেন, “কাঠ পাচারকারীরা বনকর্মীদের তাড়া খেয়ে কাঠ বোঝাই সাইকেল নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। কাঠ ফেলে পালিয়ে যায় তারা। আমি এতে জড়িত নই। কেউ চক্রান্ত করে নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়াতে চাইছে।” বক্সা ব্যঘ্র প্রকল্পের (পশ্চিম) উপ ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেছেন, “ওই কাউন্সিলরের বাড়ি থেকে বেশ কিছু শাল কাঠ উদ্ধার হয়েছে। ওই কাঠগুলি বাজেয়াপ্তও করা হয়েছে। পাঁচ কাঠ পাচারকারীর একটি দল বন কর্মীদের তাড়া খেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। সেখান থেকে কাঠ উদ্ধার করা গেলেও পাচারকারীদের দলটি সাইকেলগুলি নিয়ে পালিয়ে যায়। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।”
|
গঙ্গাজলঘাটির রামহরিপুর রামকৃষ্ণ মিশনের পাঁচিল ভেঙে পড়ল দাঁতালের হামলায়। শুক্রবার রাতের ওই ঘটনায় আতঙ্ক ছড়ায় আবাসিকদের মধ্যে। মিশনের সম্পাদক স্বামী নিরান্তরানন্দ বলেন, “সারা রাত দাঁতালটির দাপাদাপিতে আমরা প্রচণ্ড ভয়ে ছিলাম। গ্রামবাসীরা বহু চেষ্টায় হাতিটিকে আশ্রমের চত্বর থেকে বের করে দেন।” আশ্রমিকদের ক্ষোভ, বনকর্মীদের খবর পাঠিয়েও সাহায্য পাওয়া যায়নি। গঙ্গাজলঘাটির রেঞ্জ অফিসার অবশ্য তা মানেননি। |