দিন কয়েক ধরে দুবরাজপুর, সিউড়ি-সহ জেলার বিভিন্ন প্রান্তে বিঘ্নিত হচ্ছে বিএসএনএল পরিষেবা। বিশেষ করে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ব্যবহত হচ্ছে। দিন তিনেক আগে সিউড়ি শহরে হঠাৎ সাময়িক ভাবে বিঘ্নিত হয় পরিষেবা। রবিবারও সকালের পরে বেশ কিছুক্ষণ একই সমস্যায় ভুগতে হয়েছে গ্রাহকদের। শনিবার বিকাল থেকেই দুবরাজপুর শহরে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বলে আভিযোগ গ্রাহকদের। গত সাত দিন ধরে পরিষেবা বন্ধ রয়েছে দুবরাজপুরের হেতমপুরে। জেলা বিএসএনএলের জিএম সুব্রত মুখোপাধ্যায় জানান, বৃষ্টি ও বাজ পড়ার কারণে বিভিন্ন জায়গায় যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। বাজ পড়ে পুড়ে গিয়েছে বেশ কিছু কার্ড। যত দ্রুত সম্ভব সে সব সারিয়ে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। |
থানায় শিল্পী।—নিজস্ব চিত্র। |
বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় একটি জায়গাকে ঘিরতে যাওয়ার সময় লোকসঙ্গীত শিল্পী স্বপ্না চক্রবর্তীকে হেনস্থা করার অভিযোগ উঠল তাঁর প্রতিবেশীদের বিরুদ্ধে। ওই শিল্পী ও তাঁর সঙ্গে থাকা কয়েকজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগও হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। দু-পক্ষই একে আপরের বিরুদ্ধে সিউড়ি থানায় হেনস্থা করার অভিযোগ দায়ের করেছে। জেলাপুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, ওই জায়গা নিয়ে আদালতে মামলা চলছে। ওই জায়গা ঘিরতে যাওয়া নিয়ে বিবাদ হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।”
|
ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে বছর দশেকের এক আদিবাসী বালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠল রাজনগর থানা এলাকায়। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নাবালিকাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই বালিকার মায়ের অভিযোগ, শনিবার রাতে মেয়েকে নিয়ে তিনি উঠোনে শুয়েছিলেন। মাঝরাতে কেউ এসে মেয়েকে তুলে নিয়ে যায়। কান্না ও চিৎকারে ঘুম ভাঙলে মেয়েকে উদ্ধার করেন। অভিযুক্তদের পরিচয় জানা যায়নি। তদন্ত চলছে।
|
মুম্বইয়ে কাজ করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হল বীরভূমের রামপুরহাট থানা এলাকার দুই শ্রমিকের। শুক্রবার দুপুরে রামপুরহাটে দুর্ঘটনার খবর আসে। রবিবার বিকেলে গ্রামে দেহ দু’টি পৌঁছয়। মৃতেরা হলেন রামপুরহাট ৪ নম্বর ওয়ার্ডের সাগর শেখ (২৮), বনহাট গ্রামের নাজির শেখ (১৮)। সাগর শেখ রঙের মিস্ত্রি ও নাজির শেখ রাজমিস্ত্রির যোগাড়ের কাজ করেন। একটি নির্মীয়মাণ বাড়ির লিফ্টের কাজ করার সময়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
|
নিখোঁজ এক প্রৌঢ়ের দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে ময়ূরেশ্বরের মল্লারপুর এলাকার একটি পুকুরে ওই দেহ ভেসে ওঠে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নব কোনাই (৫০)। বাড়ি মল্লারপুরে। শুক্রবার বিকেল থেকে নববাবুর খোঁজ মিলছিল না। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। |