কনফেড কাপে আজুরি বধ ব্রাজিলের
ব্রাজিল ৪ (দাতে, নেইমার, ফ্রেড-২)
ইতালি ২ (জিয়াচেরিনি, চিয়েলিনি)
|
কনফেডারেশন কাপে নেইমারের দাপট অব্যাহত! গ্রুপ পর্যায়ের ম্যাচে ব্রাজিলের সালভাদোরে ইতালিকে ৪-২ ফলাফলে বিধ্বস্ত করে নিজেদের আধিপত্ত বজায় রাখল ব্রাজিল। এই জয়ের ফলে গ্রুপের সবক’টি ম্যাচ জিতে শীর্ষ স্থানে থেকেই সেমিফাইনালে গেল নেইমারের দল। টুর্নামেন্টের টানা তিন ম্যাচে গোল করলেন নেইমার। ফাইনালের আগে ব্রাজিলের বাধা উরুগুয়ে বা নাইজিরিয়ার মধ্যে কোনও এক দল। অন্য সেমিফাইনালে স্পেনের মুখোমুখি ইতালি।
কনফেড কাপের শেষ গ্রুপ ম্যাচের ৪৫ মিনিটেই নিজের শহরে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে নামা দাতের গোলে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে ইতালির জিয়াচেরিনি। এর পর ৫৫ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। ম্যাচের ৬৬ মিনিটে ফ্রেডের গোলে ৩-১ করে ব্রাজিল। ৭১ মিনিটে গোল করে ইতালিকে ম্যাচে ফেরানোর চেষ্টা করে চিয়েলিনি। কিন্তু খেলা শেষের মাত্র দু’মিনিট আগে ফের গোল করেন ফ্রেড।
অন্য দিকে, নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয় কনফেড কাপ থেকে ছিটকে যাওয়া দু’দল
জাপান ও মেক্সিকো। হার্নান্ডেজের ২ গোলে জোরে জাপানকে ২-১ ফলে হারায় মেক্সিকো। |
ডুয়ার্স বনধে বিপর্যস্ত ট্রেন পরিষেবা |
আজ ১২ ঘণ্টার ডুয়ার্সে বনধে বিপর্যস্ত হয়ে পড়েছে ট্রেন পরিষেবা। বনধের ফলে আটকে পড়ে দূরপাল্লার বহু ট্রেন। চালসায় আটকে থাকা এনজেপি-ডিএমইউ ট্রেনটিকে শিলিগুড়িতে ফিরিয়ে আনা হয়। এ ছাড়া বনধের জন্য আজ এনজেপি-আলিপুরদুয়ার এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনকে জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের প্রচারে গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুঙ্গের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগে ডুয়ার্সে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে ডুয়ার্স-তরাই জয়েন্ট অ্যাকশন কমিটি। এর মধ্যে রয়েছে আদিবাসী বিকাশ পরিষদ, জনজাগরণ মালবাজার, বাংলা ও বাংলা ভাষা বাঁচাও সমিতি, তরাই-ডুয়ার্স নাগরিক মঞ্চ, সিনিয়র সিটিজেনস ফোরাম, প্রোগ্রেসিভ পিপলস পার্টি— এই ছ’টি দল।
|
ফের ধর্ষণ করে খুনের অভিযোগ |
কামদুনির ঘটনার রেশ মিলিয়ে যেতে না-যেতেই রাজ্যে ফের ধর্ষণের অভিযোগ। এ বার মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়। আজ বড়ঞার খড়জুনা গ্রামে একটি পরিত্যক্ত উপস্বাস্থ্য কেন্দ্রে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর-সহ পুলিশবাহিনী পৌঁছায়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ষদিও পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্ত না-হলে ধর্ষণের অভিযোগ সম্বন্ধে সুনিশ্চিত ভাবে বলা যাবে না। দোষীদের গ্রেফতারের দাবিতে মহিলার মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় উত্তেজিত গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের আশ্বাস দেন জেলা পুলিশ সুপার। এর পর অবরোধ সরিয়ে নেয় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এখনও পর্যন্ত মহিলার প্রতিবেশী তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। |