রেল লাইনের কালভার্টের নীচে অচৈতন্য ও বিবস্ত্র অবস্থায় উদ্ধার হলেন এক মাঝ বয়সী মানসিক ভারসাম্যহীন মহিলা। শনিবার সকালে পূর্ব রেলের অন্ডাল-সাঁইথিয়া শাখার ভীমগড় স্টেশনের ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, ওই মহিলার উপরে যৌন নির্যাতন করে তাঁকে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ আপাতত ওই মহিলাকে সিউড়ি হাসপাতালে ভর্তি করেছে। বীরভূমের পুলিশ সুপার মুরলীধর শর্মা জানিয়েছেন, ওই মহিলার উপরে কী ধরনের অত্যাচার হয়েছে, সে ব্যাপারে এখনও রিপোর্ট মেলেনি। মহিলাকে পরীক্ষা করে সিউড়ি হাসপাতালকে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মাস তিনেক আগে খয়রাশোলের ভীমগড় বাজার এলাকায় এসে পড়েছিলেন অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন ওই মহিলা। একটি নির্মীয়মান দোকানঘরের মেঝেতে তিনি রাত কাটাতেন। স্থানীয় ব্যবসায়ীরাই তাঁর খাবার জোটাতেন। এ দিন সকালে মহিলাকে ওই দোকানঘর থেকে প্রায় ১০০ মিটার দূরে পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। বাসিন্দাদের অভিযোগ, ঘর থেকে টেনে বের করে ওই মহিলার উপরে অত্যাচার চালানো হয়েছে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী আধ ঘণ্টার জন্য রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে মহিলার চিকিৎসার ব্যবস্থা করে।
|
ভর্তির ফর্ম পূরণকে কেন্দ্র করে বহিরাগতদের হামলার অভিযোগ উঠল রামপুরহাট কলেজে। শনিবার টিএমসিপি ও সিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আলম শেখ অভিযোগ করেন, “বহিরাগত দুষ্কৃতীদের হামলায় ছাত্র সংসদের প্রতিনিধি পিন্টু হক জখম হয়েছেন। তাঁকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে।” জখম ছাত্রের দাবি, এ দিন তিনি ছাত্র সংসদের অফিসে নতুন ছাত্রছাত্রীদের ফর্ম পূরণে সাহায্য করছিলেন। আচমকা বাইরে থেকে কয়েকজন ঢুকে পড়ে তাদের ফর্ম আগে পূরণ করে দেওয়ার দাবি জানায়। তারাই তাঁকে মারধর করে বলে অভিযোগ। কলেজের মূল প্রবেশ দ্বারে নিরাপত্তারক্ষীর দাবি জানিয়েছেন তাঁরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়দেব পান বলেন, “ওখানে শীঘ্রই একজন রক্ষী নিয়োগ করা হবে।” |