বাজারে ভারি ট্রাক্টরের নতুন সম্ভার ‘ওয়ার্ল্ডট্রাক ৯০ এইচপি’ আনল সোনালিকা গোষ্ঠী। এই ট্রাক্টরে চালকের কেবিন হবে বাতানুকূল। এতে তোলা যাবে ২,৫০০ কেজি পণ্য। পাওয়ার স্টিয়ারিং থাকার কারণে চালকের পরিশ্রমও কম হবে বলে সংস্থার দাবি। তারা জানিয়েছে, এগুলি কিনতে মিলবে ঋণ। দাম শুরু ১৪.৪৫ লক্ষ টাকা থেকে।
|
কলকাতার জীবনদীপ বিল্ডিংয়ে নয়া ই-কর্নার চালু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এ নিয়ে শহরে মোট চারটি এ ধরনের ই-কর্নার খুলল তারা। ব্যাঙ্কের দাবি, এখানে একাধিক এটিএম থাকবে। শাখায় না গিয়েও পাওয়া যাবে টাকা তোলা, চেক জমা দেওয়া, পাস বই আপডেট ইত্যাদির সুবিধা। ২৪ ঘণ্টাই এই সুযোগ পাওয়া যাবে বলে ব্যাঙ্কের দাবি।
|
ব্যবসা বাড়াতে পশ্চিমবঙ্গ-সহ তিন রাজ্যকে বাড়তি গুরুত্ব দিচ্ছে দেনা ব্যাঙ্ক। সিএমডি অশ্বিনী কুমার জানান, চলতি অর্থবর্ষেই এ রাজ্যে আরও পাঁচটি শাখা খুলতে চান তাঁরা। সম্প্রতি কালিকাপুরে শাখা চালু করেছে এই ব্যাঙ্ক। কৃষি, ছোট ও মাঝারি শিল্পের সম্ভাবনা মাথায় রেখেই এ রাজ্যে ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে তারা। |