হাওড়া স্টেশনে গুলি, জখম ১ |
আজ সকালে হাওড়া স্টেশনের সাবওয়েতে দুষ্কৃতীর ছোঁড়া গুলিতে আহত হলেন এক যাত্রী। ঘটনাটি ঘটেছে সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শেখ নইমুদ্দিন নামে ওই যাত্রীটি কলকাতায় ডাক্তার দেখাতে এসেছিলেন বলে খবর। হাওড়া ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সাবওয়ে দিয়ে তিনি বাস ধরতে যাচ্ছিলেন। হঠাত্ই ভিড়ের মধ্যে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এক দুষ্কৃতী। যাত্রীটির হাতে ও পায়ে গুলি লাগে বলে পুলিশ সূত্রে খবর। ব্যস্ত অফিস টাইমে সাবওয়েতে গুলির শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি ও আরপিএফ। আহত যাত্রীটিকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। তবে কেন এই খুনের চেষ্টা তা খতিয়ে দেখছে পুলিশ।
|
কামদুনি কাণ্ডে ধৃতদের আদালতে পেশ |
কামদুনি কাণ্ডে ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার চোদ্দ দিন কেটে গেলেও এখনও থমথমে গ্রামের পরিবেশ। গতকাল কামদুনি কাণ্ডের প্রতিবাদে কলকাতার রাজপথে মৌন মিছিলে সামিল হয়েছিলেন মৃতার পরিবার-সহ কামদুনির বহু বাসিন্দা। কিন্তু ঘটনার ভয়াবহতায় আজও চাপা আতঙ্কের পরিবেশ গোটা গ্রামজুড়ে। দোষীদের দ্রুত ও কঠোর শাস্তি দাবি করে আজ আদালত চত্বরে বিক্ষোভ দেখাবেন কামদুনির বাসিন্দারা। ধৃতদের নিজেদের হেফাজতে নিতে আদালতে আবেদন জানাবে সিআইডি বলে ভবানীভবন সূত্রে খবর। আজ মানবাধিকার কমিশনের একটি দল গ্রামে যেতে পারে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। |