পঞ্চায়েত নির্বাচন মামলা, কাল শুনানি |
পঞ্চায়েত নির্বাচন মামলায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিকে তলব করল কলকাতা হাইকোর্ট। কেন তারা রাজ্য সরকারের দাবি মতো কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে না তা কাল, বুধবার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে হাজির হয়ে জানাতে হবে। রাজ্য সরকার সশস্ত্র বাহিনী নিয়ে তাদের চিঠির জবাব না দেওয়ায় রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে মঙ্গলবার প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্রের আদালতে নতুন করে একটি মামলা দায়ের করা হয়। তার ভিত্তিতেই এ দিন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিকে তলব করে হাইকোর্ট। কাল, বুধবার সকাল সাড়ে ১০ টায় ওই মামলার শুনানি হবে।
|
ম্যাটাডোরের ধাক্কায় কামারহাটি প্রবর্তক জুট মিলের কাছে এক বাইক আরোহীর মৃত্যু হয় আজ সকালে। মৃতের নাম গৌতম ঘোষ। তিনি প্রসাদনগরের বাসিন্দা। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিটি রোড সংলগ্ন ওই অঞ্চল। অবরোধ করা হয় বিটি রোডে। স্থানীয় বাসিন্দাদের ওই পথ অবরোধে তীব্র যানজট দেখা যায় গোটা এলাকা জুড়ে। পরে পথ অবরোধ তুলতে গেলে প্রবল বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। সকাল সোয়া আটটা থেকে প্রায় সাড়ে দশটা পর্যন্ত চলা ওই অবরোধ তুলতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এলাকায় মোতায়েন করা হয়েছে যথেষ্ট পুলিশ বাহিনী।
|
ট্যাক্সির মিটার কারচুপি রোধে গুগল ম্যাপ |
ট্যাক্সির দৌরাত্ম্যে দীর্ঘদিন ধরেই নাকাল হতে হচ্ছিল যাত্রীদের। যাত্রী প্রত্যাখ্যান, মিটারে কারচুপি ইত্যাদি নানা সমস্যায় জর্জরিত পরিবহণ সমস্যা মেটাতে রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র উদ্যোগী হন। কিন্তু পরিবহণ সমস্যা থেকে যায় সেই তিমিরেই। এ বার সেই সমস্যার প্রতিকারে দাওয়াই বাতলালেন কলকাতা ট্রাফিক কন্ট্রোলের প্রধান। কী সেই দাওয়াই? এখন থেকে শিয়ালদহ, হাওড়া ও কলকাতা স্টেশনের ট্যাক্সি বুথে মিলবে গুগল ম্যাপের সাহায্য। স্টেশন থেকে গন্তব্যের দূরত্ব গুগল ম্যাপে দেখে, প্রয়োজনে তার প্রিন্ট নিয়ে নিতে পারেন যাত্রী সাধারণ। গন্তব্যে পৌঁছে ট্যাক্সির মিটারের সঙ্গে কিলোমিটার (দূরত্ব) মিলিয়ে ভাড়া দেবেন। ফলে ভিন্ রাজ্য থেকে আসা যাত্রী-পর্যটকদেরও ট্যাক্সি চালকের চালাকি বা মিটারের কারচুপির শিকার হতে হবে না বলে মনে করা হচ্ছে। ট্যাক্সির দৌরাত্ম্যে জর্জরিত পরিবহণ সমস্যার প্রকৃত সমাধান মিলল কিনা তা জানা এখন শুধু সময়ের আপেক্ষা। |