ফেসবুক-গুগল-অ্যাপলের পর ২০০৯ লন্ডন জি-২০ সম্মেলন। আমেরিকার দুনিয়া জুড়ে ইন্টারনেটে আড়ি পাতার খবর ফাঁস করেছিল যে সিআইএ গোয়েন্দা, সেই এডওয়ার্ড স্নোডেনই বোমা ফাটালেন আবার। এ বার আক্রান্ত ব্রিটেন। ২০০৯ সালে এপ্রিল ও সেপ্টেম্বর মাসে জি-২০ সম্মেলনের আয়োজন হয় লন্ডনে। সে সময় বৈঠকে যোগ দেওয়া রাজনীতিক, কর্তাব্যক্তিদের কম্পিউটার, মোবাইল ফোনে আড়ি পাতেন ব্রিটিশ গোয়েন্দারা। পুরোটাই সরকারি নির্দেশেই। গোটা বিষয়টির দায়িত্বে ছিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ‘গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার্স’। মিলেছে তাদের এক গোপন নথি। তাতে লেখা, অসাধারণ এক উপায়ে প্রতিনিধিদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে। ব্রিটিশ গোয়েন্দারা ইচ্ছে করে এমন পরিস্থিতি তৈরি করেছিলেন, যাতে বিদেশি প্রতিনিধিদের ইন্টারনেট সার্ফ করতে ক্যাফেটেরিয়ায় যেতে হয়। আর সেখানেই পাতা ছিল ফাঁদ। তাঁরা যার যার সঙ্গে কথা বলেছেন, যোগাযোগ করেছেন, নজর রাখা হয়েছে সবের উপর।
|
ছাত্রী-হত্যার নিন্দায় মালালা
সংবাদসংস্থা • লন্ডন |
পড়াশোনা করতে গিয়ে শনিবার প্রাণ দিয়ে খেসারত দিয়েছিলেন ১৪ জন ছাত্রী। পাকিস্তানের কোয়েটায় তাঁদের বাসে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সোমবার সেই আক্রমণ নিয়ে মুখ খুললেন মালালা ইউসুফজাই। নারীশিক্ষা নিয়ে সরব হওয়ায় আগেই পাকিস্তানে তালিবানি হামলায় বিপন্ন হয়েছিল কিশোরী মালালার প্রাণ। সোমবার মালালা বলেছেন,“মেয়েদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার জন্যই এই কাপুরুষোচিত ও মরিয়া চেষ্টা করা হয়েছে।” |