তেলেঙ্গানা ইস্যু: উত্তপ্ত হায়দরাবাদ |
পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে আজ ফের উত্তপ্ত হয়ে উঠল হায়দরাবাদ। সকাল থেকেই অন্ধ্রপ্রদেশের বিধানসভার বাইরে বিক্ষোভ শুরু করেন তেলেঙ্গানাপন্থীরা। ফলে মুলতুবি হয়ে যায় সংসদের জরুরি অধিবেশন। বিধানসভায় মিছিল করে যাওয়ার সময় তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির একাধিক প্রথম সারির নেতাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হন টিআরএস প্রধান চন্দ্রশেখর রাওয়ের কন্যা সবিতা। বিক্ষোভ দমনে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা হায়দরাবাদকে।
|
আজ সকালে মালদহের মাণিকচকে মাঝগঙ্গায় একটি যাত্রীবোঝাই নৌকা উল্টে যায়। নৌকাটিতে ৬০-৭০ জন যাত্রী ছাড়াও চারটি মহিষ ছিল। সকালে ধরমপুর ঘাট থেকে নৌকাটি ছাড়ে। অতিরিক্ত যাত্রী ও মহিষ তোলার কারণেই মাঝগঙ্গায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ১০ থেকে ১৫ জন যাত্রী সাঁতরে পাড়ে আসেন। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। এখনও পর্যন্ত ৪ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পুলিশ সুপার ও ব্লক প্রশাসনের কর্তারা। তবে খারাপ আবহাওয়া ও উপযুক্ত পরিকাঠামোর অভাবে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।
|
বীরভূমে মহিলা প্রার্থীর বাড়িতে হামলা |
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যে সংঘর্ষ অব্যাহত। মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বীরভূমের ময়ূরেশ্বরে এক মহিলা কংগ্রেস প্রার্থীর বাড়িতে রাতভর বোমাবাজি চালায় একদল দুষ্কৃতী। অপর্ণা ব্যানার্জি নামে ওই প্রার্থীকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশনকেও এই ঘটনার কথা জানানো হয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর। তবে এই অভিযোগ নস্যাত্ করেছে তৃণমূল। |