টুকরো খবর
গুয়াহাটিতে রেকর্ড গরম, মৃতের সংখ্যা বেড়ে ২১
নিজের নজির নিজেই ভাঙল গুয়াহাটির তাপমাত্রা। রাজ্যের ইতিহাসে এই প্রথম ৪০ ডিগ্রি ছাড়াল পারদ। প্রবল গরমে এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। গত কাল গুয়াহাটির তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস ছোঁয়। যা শহরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আজ বেলা ১২টায় তাপমাত্রা পৌঁছয় ৪১ ডিগ্রিতে। সেই সঙ্গে পাল্লা দিয়ে ডিব্রুগড়, তিনসুকিয়া, তেজপুর, শিলচর, লখিমপুর, গোলাঘাট-সহ রাজ্যের প্রায় সর্বত্র তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রিতে ঘোরাফেরা করেছে। ইতিমধ্যে রাজ্যের সর্বত্র দুই দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু অন্যদের কাজের তাগিদে বেরোতেই হয়েছে। গত রাতে গুয়াহাটির এটি রোডে এক প্রবীণের মৃত্যু হয়। আজ চড়া রোদের থাবায় ফ্যান্সিবাজারে এক মহিলার মৃত্যু হয়। এক ব্যক্তি গাঁধীবস্তিতে মারা গিয়েছেন। পাশাপাশি, তেজপুর মিশন রোডে একজন, গোয়ালপাড়ার ধনুভাঙা ও বাহটিতে এক মহিলা-সহ দু’জন, কামরূপ ছয়গাঁও, গোলাঘাট কাছারিহাট ও কাকদঙে দু’জন, লখিমপুর-নারায়ণপুরে একজন, সিপাঝারে এক মহিলা মারা গিয়েছেন। আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও আশ্বাস দিতে পারেনি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ শতাংশ। চলছে তাপপ্রবাহ।

পুরনো খবর:
সাংবাদিকদের যৌথ মঞ্চ
নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একজোট হলেন উত্তর-পূর্বের সাংবাদিকরা। গড়ে উঠল সাংবাদিকদের যৌথ মঞ্চ ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেডারেশন অফ জার্নালিস্টস’ বা এনআইএফজি। গত কয়েক বছর ধরেই উত্তর-পূর্বে সাংবাদিকদের উপরে হামলার ঘটনা বেড়ে চলেছে। তুলনায় দুষ্কৃতীদের গ্রেফতার হওয়া বা শাস্তি পাওয়ার সংখ্যা কম। বিভিন্ন সংবেদনশীল বা বিতর্কিত বিষয় নিয়ে লেখার জেরে, সাংবাদিক বা সংবাদমাধ্যমের দফতরেও চলেছে হামলা। শিলং-এ উত্তর-পূর্বের সাংবাদিকদের ‘আঞ্চলিক আলোচনাচক্র ও কর্মশালা’য় এই বিষয়টি নিয়ে কড়া প্রতিবাদ জানিয়ে যৌথ মঞ্চ গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ‘এনআইএফজি’র প্রস্তাবনায় বলা হয়েছে, ‘সাংবাদিক ও সংবাদমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, তথ্য সংগ্রহ করা বা সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত অধিকারগুলি নিশ্চিত করাই এই যৌথ মঞ্চের প্রধান লক্ষ্য।’

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার্বত্য পরিষদে নির্বাচিত কংগ্রেস প্রধান
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হলেন দেবজিৎ থাওসেন। কংগ্রেস পরিষদীয় দল তাঁকে নেতা নির্বাচিত করেছে। পরিষদে বিরোধীদের প্রায় সবাই-ই কংগ্রেসে যোগ দিতে চলেছেন। তাই তাঁর বিরুদ্ধে কোনও প্রতিদ্বন্দ্বীই ছিলেন না। আজ অধিবেশনের শুরুতেই পরিষদের চেয়ারম্যান নম্রথাং মার দেবজিৎকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বলে ঘোষণা করেন। দেবজিৎ বলেন, বিরোধী সদস্যদের কংগ্রেসে যোগদানের আবেদন এখন হাইকমান্ডের বিবেচনাধীন। প্রদেশ কংগ্রেসই ওই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে বিরোধী সদস্যদেরও প্রাপ্য মর্যাদা ও অধিকার দেবেন বলে জানান দেবজিৎ।

ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত শিক্ষক
শিক্ষকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনল ছাত্রী। ঘটনাটি ঘটেছে কামরূপের দদরা এলাকায়। পুলিশ জানায়, দদরা উচ্চতর বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী গত কাল পুলিশে অভিযোগ জানায়, স্কুলের শিক্ষক মনেশ্বর দাস ৭ জুন বাড়িতে পড়াবার সময় তার উপরে চড়াও হন। পরে তাকে মুখ না খোলার হুমকি দেন তিনি। অভিযোগ পেয়ে পুলিশ আজ ওই শিক্ষককে গ্রেফতার করেছে।

পড়শি বালিকাকে ধর্ষণ, গ্রেফতার ১
গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে পড়শির মেয়ের উপরে যৌন নিগ্রহ চালাল এক যুবক। ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডের কিফিরে জেলায়। পুলিশ জানায়, কিফিরে গ্রামের বাসিন্দা তালিবা সাংতাম পেশায় গাড়ি চালক। গত কাল পাড়ার একটি ১২ বছরের মেয়ে ছোট ভাইকে স্কুলে পৌঁছে দিয়ে ফিরছিল। তাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়ার লোভ দেখিয়ে গাড়িতে তোলে সে। কিন্তু গ্রামে না ফিরে গাড়ি নিয়ে সাংতাম কিফিরের বাইরে চলে যায়। অভিযোগ, একটি জনহীন স্থানে সাংতাম মেয়েটিকে দু’বার ধর্ষণ করে। বাড়ি ফিরে অসুস্থ মেয়েটি বাবা-মাকে সব জানায়। অভিযোগ পেয়ে পুলিশ সাংতামকে গ্রেফতার করেছে।

স্ত্রীকে হত্যা
রাগের মাথায় স্ত্রীকে গুলি করে হত্যা করলেন এক কনস্টেবল। ঘটনাটি ঘটেছে মণিপুরে। পুলিশ জানায়, সেনাপতি জেলার তাডুবির বাসিন্দা, কনস্টেবল পোখিহো মাও সাপেরমেইনা থানায় কর্মরত ছিলেন। গত কাল তিনি ছুটিতে বাড়ি আসেন। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। গত কাল ঝগড়ার সময়ই তাঁর রিভলভার থেকে কনস্টেবলটি স্ত্রীকে গুলি করেন। ঘটনাস্থলেই স্ত্রী লোহিয়া মারা যান। কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

অস্ত্র উদ্ধার
বাস থেকে উদ্ধার করা হল বেশ কিছু অস্ত্র। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির দূরপাল্লা বাস টার্মিনাসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এতদিন জঙ্গিরা গাড়িতে অস্ত্র নিয়ে আসত। কিন্তু সম্প্রতি গাড়ি তল্লাশি বাড়ার ফলে তারা নতুন পন্থা নেয়। মেঘালয়ের গারো জঙ্গি সংগঠন জিএনএলএর উদ্দেশে এক অস্ত্র ব্যবসায়ীর মাধ্যমে ডিমাপুর থেকে বাসে পার্সেল করে অস্ত্র পাঠানো হচ্ছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশের তল্লাশিতে পার্সেল থেকে একটি একে ৫৬ রাইফেল, একটি শটগান, একটি রকেট প্রপেল্ড গ্রেনেড লঞ্চার, ৭টি রকেট এবং সাড়ে তিনশো কার্তুজ উদ্ধার করা হয়েছে। এক অস্ত্র ব্যবসায়ী ও দুই জিএনএলএ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত জঙ্গি নেতার ভাইকেও গুলি করে হত্যা করল প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর জঙ্গিরা। গত রাতে নাগাল্যান্ডের জুনেবটো জেলার ঘটনা। পুলিশ জানায়, আকুলুতো শহরে আটোকা আসুমি ও তাঁর বন্ধুর উপরে বন্দুকবাজরা আক্রমণ চালায়। জখম আকুলুতো ঘটনাস্থলেই মারা যান। তাঁর বন্ধু জখম হয়ে হাসপাতালে ভর্তি। আকুলুতোর দাদা ঘুটকাও আসুমি এনএসসিএন খাপলাং গোষ্ঠীর প্রধান সচিব ছিলেন। তাঁকে গত ফেব্রুয়ারি মাসে হত্যা করা হয়।

শিশুকন্যা উদ্ধার
ঝোপ থেকে উদ্ধার হল এক দিনের এক শিশুকন্যা। পুলিশ জানিয়েছে, কাঞ্চিপুরমের এক ক্যানসার হাসপাতালের পিছনে ঝোপ থেকে সদ্যোজাতের কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই শিশুটিকে উদ্ধার করে পুলিশে দেন। চিকিৎসার জন্য শিশুটিকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা ওই শিশুকন্যাকে ফেলে গিয়েছে, তা এখনও জানা যায়নি।

মাওবাদী হানায় নিহত হলেন স্টিল প্রস্তুতকারক লয়েড মেটাল সংস্থার ভাইস প্রেসিডেন্ট যশপাল সিংহ ধীলো। তাঁর দুই সঙ্গীও এই হামলায় নিহত হয়েছেন বলে খবর। পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের গড়ছিরৌলি জেলার এটাপল্লি তহসিলে এই ঘটনা ঘটে। সংস্থা সূত্রে খবর, ওই এলাকায় একটি খনিতে কাজ শুরু করার বিরোধিতা করছিল মাওবাদীরা। তাদের সঙ্গে আলোচনা করতেই গিয়েছিলেন ওই তিন জন।

অপমানে চেষ্টা আত্মহত্যার
পুলিশির হেনস্থার শিকার হয়ে অপমানে আত্মহত্যার চেষ্টা করলেন দুই শিশু-সহ একই পরিবারের পাঁচ সদস্য। বৃহস্পতিবার ভাট গ্রাহি গ্রামের ঘটনা। গুরুতর জখম অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান, পরিবারের কর্তা ইউসুফ হাকিমের অবস্থা আশঙ্কাজনক।

সিগন্যালহীন ১৭ কিমি রাস্তার উদ্বোধন মুম্বইয়ে
পথের শুরু... বৃহস্পতিবার মুম্বইয়ে। ছবি: পিটিআই।
দীর্ঘ টালবাহানার পর মুম্বইয়ে অবশেষে খুলল ১৭ কিলোমিটার দীর্ঘ ‘ইস্টার্ন ফ্রিওয়ে’। বৃহস্পতিবার সিগন্যালহীন এই রাস্তাটির উদ্বোধন করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণ। শুক্রবার থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে রাস্তাটি। ফলে প্রবল যানজট থেকে স্বস্তি পাবেন শহরবাসী। দক্ষিণ মুম্বইয়ের সঙ্গে পূর্ব শহরতলির যোগাযোগকারী রাস্তা হিসেবে এই ‘ফ্রিওয়ে’ খুবই গুরুত্বপূর্ণ। চেম্বুর থেকে ছত্রপতি শিবাজি টার্মিনাস পৌঁছতে আগে সময় লাগত প্রায় এক ঘণ্টা। এখন তা কমে দাঁড়াবে ২০ মিনিট। দিল্লি থেকে কংগ্রেসের শীর্ষ স্থানীয় কোনও নেতাকে দিয়ে রাস্তাটির উদ্বোধনের পরিকল্পনা ছিল প্রথমে। গত কয়েক দিনের বৃষ্টিতে সারা শহরে প্রবল যানজটের পরেও রাস্তাটি কেন খোলা হচ্ছে না তা নিয়ে প্রশাসনকে বিস্তর সমালোচনার মুখেও পড়তে হয়। শেষমেশ দিল্লির কোনও নেতাই সময় দিতে না পারায় তড়িঘড়ি মুখ্যমন্ত্রীকে দিয়েই উদ্বোধন করানো হল রাস্তাটির।

মনমোহনের সঙ্গে বৈঠকে সনিয়া
ক’দিন আগে জাপান সফর সেরে দেশে ফেরার সময় প্রধানমন্ত্রী মনমোহন সিংহ জানিয়েছিলেন, “মন্ত্রিসভায় কিছু পদ শূন্য রয়েছে। সেগুলি শীঘ্রই পূর্ণ করা হবে।” লোকসভা ভোটের আগে একই সঙ্গে কংগ্রেসের সংগঠনেও রদবদলের কথা রয়েছে। সেই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সন্ধ্যায় আজ প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে দীর্ঘ বৈঠক সময় ধরে বৈঠক করেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন সনিয়া। এই খবর ছড়িয়ে পড়তে কংগ্রেসের মধ্যে সম্ভাব্য রদবদল নিয়ে কৌতুহল তৈরি হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.