ইন্টারনেটে আড়ি পাতা প্রসঙ্গে ভারত |
ফেসবুক-গুগলে আড়ি পাতার ঘটনায় এই প্রথম মুখ খুলল ভারত সরকার। সে সঙ্গে দুনিয়া-জোড়া সাইবার হানার থেকে বাঁচতে কেন্দ্রীয় সরকার দু’টি সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে এবং জাতীয় সাইবার নিরাপত্তা নীতি প্রণয়ন
করা হবে। ইন্টারনেটে ওবামা-প্রশাসনের এ হেন অনধিকার নজরদারিতে আক্রান্ত দেশগুলোর মধ্যে প্রথম পাঁচেই রয়েছে ভারত। এক ব্রিটিশ দৈনিকের দাবি অনুযায়ী, সব চেয়ে বেশি আড়ি পাতা হয়েছে ইরানের উপর। তার পর পাকিস্তান, জর্ডন, মিশর এবং পঞ্চম স্থানে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, “সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য গোপন রাখার জন্য ভারতে যে আইন রয়েছে, তা যদি আমেরিকা ভেঙে থাকে, আমরা মেনে নেব না।” জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার এ ভাবে ইন্টারনেটে আড়ি পাতার কারণ জানতে চেয়েছে আমেরিকার কাছে।
|
সাধারণ নির্বাচন জেতার জন্য পিএমএল (এন)-কে অভিনন্দন জানিয়ে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিলেন পাক প্রশাসনের উচ্চপদস্থ কর্তা জাফর আব্বাস লুক। সেই কারণে বুধবার তাঁকে পদ থেকে সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। লুকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনও সরকারি দফতর যাতে তাঁর বা তাঁর দলের প্রশংসা করে কোনও বিজ্ঞাপন না দেয়, সেই ব্যাপারে আগেই নির্দেশ দিয়েছিলেন শরিফ।
|
ইজরায়েলের সঙ্গে মউ স্বাক্ষর |
রাজ্য থেকে সুগন্ধি চাল ইজরায়েলে রফতানির পরিকল্পনা করছে রাজ্য সরকার। আজ, মহাকরণে কৃষি মন্ত্রী মলয় ঘটক এবং ইজরায়েলের রাষ্ট্রদূত অ্যালেন উসপিজ দু’তরফের পক্ষে মউ স্বাক্ষর করবেন। মলয়বাবু বলেন, “শুধু উৎপাদন নয়, উন্নত গুণমানের ধান উৎপাদনে জোর দিয়েছি। এর আগেও বেশ কয়েকটি দেশে সুগন্ধি চাল রফতানি করা হয়েছে।” সুগন্ধি চাল রফতানির পাশপাশি কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ সংক্রান্ত একটি মউ স্বাক্ষর করবেন তাঁরা।
|
ঘরোয়া বিবাদের জেরে বাবাকে খুন করার অভিযোগ উঠল ভারতীয় বংশোদ্ভূত বছর পঁচিশের এক যুবকের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটে ফনিক্স অঞ্চলে। অভিযুক্তের নাম, ডারেন। অভিযুক্তের বোন জানিয়েছেন, বুধবার দুপুরে রাগের বশে বাবার উপরই চড়াও হন ডারেন।
|