সকাল সাড়ে দশটা
রাজনাথ সিংহের কাছে চিঠি পৌঁছে
দিলেন আডবাণীর ব্যক্তিগত সচিব
দীপক চোপড়া। ইস্তফা মানছেন না,
দীপককে জানিয়ে দিলেন রাজনাথ। |
সাড়ে বারোটা
আডবাণীর বাড়িতে
রাজনাথ।
১৫
মিনিটের বৈঠক। |
বেলা দু’টো
আডবাণীর কাছে
এলেন অনন্তকুমার। |
|
তিনটে
এলেন বেঙ্কাইয়া নায়ডু। |
সাড়ে তিনটে
সুষমা স্বরাজ এলেন। |
বিকেল চারটে
মোদীর ফোন। জানানো হল
আডবাণী ঘুমোচ্ছেন। |
|
পাঁচটা
আরএসএস নেতা
গুরুমূর্তির
সঙ্গে
কথা আডবাণীর। |
সাড়ে পাঁচটা
রাজনাথের বাড়িতে
অরুণ
জেটলি ও
মোদী-ঘনিষ্ঠ
অমিত শাহ। |
সন্ধ্যে ছ’টা
ফের মোদীর ফোন। আডবাণীকে বললেন,
আমার যদি কোনও ভুল হয়ে থাকে,
তা হলে মার্জনা চাইছি। শুধু আমি নই,
সমগ্র গুজরাতের মানুষের হয়ে
আমি মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমা চাইছি। |
|
সাতটা
রাজনাথের বাড়িতে সংসদীয়
দলের
বৈঠক শুরু। |
রাত সাড়ে ন’টা
সর্বসম্মতিক্রমে গৃহীত
হয়নি ইস্তফা,
জানালেন রাজনাথ। |
পৌনে দশটা
ফের আডবাণীর বাড়ি
গিয়েও তাঁকে নরম
করতে ব্যর্থ সুষমারা। |