আজকের শিরোনাম
ইস্তফা দিলেন লালকৃষ্ণ আডবাণী
বিজেপির সবক’টি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিলেন লালকৃষ্ণ আডবাণী। আজ বিজেপি সভাপতি রাজনাথ সিংহকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন তিনি। বিজেপির জাতীয় কার্যনির্বাহী সমিতি, দলীয় নির্বাচন কমিটি, সংসদীয় বোর্ড এবং দলের ওয়ার্কিং কমিটি থেকে ইস্তফা দিলেন তিনি। যদিও তাঁর পদত্যাগ পত্র এখনও গৃহীত হয়নি। দলের গুরুত্বপূর্ণ পদগুলি থেকে পদত্যাগ করলেও দল ছাড়ছেন না তিনি। এনডিএ-র সভাপতির পদেও বহাল থাকবেন। তাঁর এই সিদ্ধান্তের পর দফায় দফায় তাঁর সঙ্গে দেখা করেন রাজনাথ সিংহ এবং সুষমা স্বরাজ। পদত্যাগের সিদ্ধান্ত থেকে তাঁকে সরে আসতে অনুরোধ জানিয়েছেন দু’জনেই। যদিও পদত্যাগের সিদ্ধান্তে অনড় বর্ষীয়ান এই বিজেপি নেতা। চিঠিতে আডবাণী জানিয়েছেন, বিজেপির সেই মতাদর্শ আর নেই। দলীয় নেতারা এখন ব্যক্তিগত স্বার্থ নিয়েই ব্যস্ত। লৌহপুরুষের এই সিদ্ধান্তে শুধু তাঁর দলেই নয় জাতীয় রাজনীতিতেও আলোড়ন সৃষ্টি করেছে। সংযুক্ত জনতা দলের সভাপতি এবং এনডিএ-র আহ্বায়ক শরদ যাদব জানিয়েছেন, লালকৃষ্ণ আডবাণীকে ছাড়া তাঁর বিজেপি দলে থাকা সম্ভব নয়। সংযুক্ত জনতা দলের মুখপাত্র কে সি ত্যাগী আডবাণীর পদত্যাগের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন। লোকসভা নির্বাচনের এক বছরও বাকি নেই। এই পরিস্থিতিতে লালকৃষ্ণ আডবাণীর পদত্যাগ এবং দল সম্পর্কে তাঁর মূল্যায়ন জাতীয় রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে বলে মনে করছে দেশের সব রাজনৈতিক মহল।

কাবুল বিমানবন্দরে জঙ্গি হানা
ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল আফগান রাজধানী কাবুল। জানা গিয়েছে, আজ সকালে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর দখল করার চেষ্টা করে কয়েক জন সশস্ত্র জঙ্গি। বিমানবন্দর লাগোয়া দু’টি নির্মীয়মাণ বাড়ি থেকে গ্রেনেড হামলা ও এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা। পর পর কয়েকটি বিস্ফোরণও ঘটানো হয়। প্রশাসন সূত্রে খবর, প্রায় দু’ঘণ্টা ধরে এই তাণ্ডব চালায় জঙ্গিরা। এক নিরাপত্তারক্ষী-সহ দু’পক্ষের গুলির লড়াইয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪ জঙ্গির, তবে এখনও বেশ কয়েকজন জঙ্গি ওখানে রয়েছে বলে দাবি কাবুল পুলিশের। গোটা বিমানবন্দর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত উড়ানও। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে মার্কিন দূতাবাসেও। এ দিকে তালিবানদের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করে নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ২৪ মে এ রকমই এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল আফগানিস্তানের রাজধানী।

আইপিএল থেকে সাসপেন্ড রাজ কুন্দ্রা
বেটিংয়ের অভিযোগে আইপিএল থেকে সাসপেন্ড করা হল রাজস্থান রয়্যালসের ১১.৭ শতাংশের মালিক রাজ কুন্দ্রাকে। বিসিসিআই-এর ওয়ার্কিং কমিটির বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বা বলা ভালো তদন্তে ‘ক্লিন চিট’ না পাওয়া পর্যন্ত সাসপেন্ড করা হল রাজস্থান রয়্যালসের মালিককে। এ মাসের শুরুতেই লোধি রোডে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের দফতরে ডেকে পাঠিয়ে টানা ছ’ঘণ্টা জেরা করা হয় তাঁকে। আইপিএলে বেটিংয়ের সঙ্গে তিনি যুক্ত, দিল্লি পুলিশের এই দাবির ভিত্তিতেই কুন্দ্রাকে সাসপেন্ড করা হল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আসানসোলে সিটু সমর্থকদের তাণ্ডব
আজ সকালে আসানসোল পুরনিগমের সামনের বাস স্ট্যান্ডে সিটু সমর্থকদের তাণ্ডবে আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে। ভাঙচুর চালানো হয় কয়েকটি সরকারি বাসে। বাসচালকদের মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার ফলে নিত্যযাত্রীদের মধ্যেও একটা আতঙ্কের আবহ তৈরি হয়। প্রসঙ্গত, গতকাল রাস্তায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে খুন হন বার্নপুরের সিপিএম নেতা ও প্রাক্তন বিধায়ক দিলীপ সরকার। এলাকায় প্রতিবাদী, জনদরদী ও বক্সিং প্রশিক্ষক হিসাবে পরিচিত এই নেতার খুনের প্রতিবাদে জেলাজুড়ে আজ ১২ ঘণ্টা বনধ পালন করছে সিপিএম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.