বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে শনিবার কেন্দ্রীয় সরকারের শিল্প বানিজ্য মন্ত্রকের অধীনস্থ সামুদ্রিক রফতানিকারক পণ্য উন্নয়ন সংস্থা ‘নেটফিশ’ এর উদ্যোগে উপকূলবর্তী খেজুরিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হল। |
বিশ্ব সমুদ্র দিবস পালন খেজুরিতে |
এ দিন সকালে বানীমঞ্চ হাইস্কুলে অনুষ্ঠানের প্রারম্ভিক সূচনা করেন শিক্ষাবিদ ও খেজুরির প্রাক্তন বিধায়ক রামচন্দ্র মণ্ডল। ছাত্র ছাত্রীদের একটি সাইকেল র্যালি আলিপুর নিজকসবা হয়ে পাঁচুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে শেষ হয়।
|
রাস্তা সম্প্রসারণের নামে গাছ কাটা বন্ধ করতে হবে। এই দাবিতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রবিবার জেমস লং সরণিতে মিছিল করল ‘জেমস লং সরণি গাছ বাঁচাও ক্লাব সমন্বয় কমিটি’। মিছিলে ছিলেন পরিবেশবিদ সুভাষ দত্তও। তিনি বলেন, ‘‘রাস্তা চওড়া করার নামে গাছ কাটা অযৌক্তিক। এটা বন্ধ করার জন্য সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে।” পূর্ত দফতরের দাবি, রাস্তা বাড়াতে তারাতলা থেকে জোকা পর্যন্ত জেমস লং সরণির
৫৮৯টি গাছ কাটার অনুমতি মিলেছে। ১৬০টি গাছ কাটা হয়েছে। তারই বিরুদ্ধে সরব হয়েছেন এলাকাবাসী। ১৩ জুন দু’পক্ষ সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। |