আগামী নির্বাচনে বিজেপির মুখ মোদী |
২০১৪ সালের লোকসভা নির্বাচনী প্রচারের নেতৃত্বে থাকবেন নরেন্দ্র মোদী— আজ বেলা দু’টো নাগাদ গোয়ায় তাদের কর্মসমিতির বৈঠকে এই ঘোষণা করেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর অনুপস্থিতিতেই করা হয় এই ঘোষণা। কার্যত প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মোদীর নামেই সিলমোহর দেওয়া হল দল থেকে। ঘোষণার পর আশীর্বাদ চেয়ে আডবাণীকে ফোন করেন মোদী। |
বিশেষ উক্তি
•
নেতা নির্বাচন নিয়ে এত কোন্দল হলে, সে দল দেশ চালাবে কী করে— রাজীব শুক্ল, আইপিএল চেয়ারম্যান
• আগামী নির্বাচনের জন্য তাঁর প্রশাসনিক ক্ষমতা
ও লোকপ্রিয়তা দলের জন্য যথেষ্টই কার্যকর হবে— মনোহর পারিক্কর, মুখ্যমন্ত্রী, গোয়া
• সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখিয়েছেন রাজনাথ— অরুণ জেটলি
|
বারাবনির প্রাক্তন বাম-বিধায়ক খুন |
প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন হলেন আসানসোলের বারাবনির প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা দিলীপ সরকার। আজ বার্নপুরের পুরানহাটে কয়েকজন দুষ্কৃতী দিলীপবাবুকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর পেটে ও পিঠে দু’টি করে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বার্নপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীদের মধ্যে এক জন মহিলাও ছিলেন।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিএমের বর্ধমান জেলা সম্পাদক অমল হালদার-সহ বহু বাম নেতা। প্রকাশ্য দিবালোকে এই খুনের ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে। আজ জেলা জুড়ে দেখা যাবে সিটুর ধিক্কার মিছিল। আগামীকাল বারো ঘন্টার আসানসোল বনধের ডাক দিয়েছে বামফ্রন্ট।
|
মারা গেলেন চলচ্চিত্র পরিচালক গৌতম সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। ২০১২ সালের ডিসেম্বর থেকেই ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। গত কাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় চলে যান। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁর মৃত্যু হয়।
বর্তমানে তিনি জঙ্গলমহল নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন। ডাইনি হত্যা নিয়ে তথ্যচিত্রের জন্য জাতীয় পুরস্কার লাভ করেন গৌতম সেন। এর আগে তিনি ‘পাখি’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। |