দুষ্কৃতীদের হাতে পুর-কর্মীরা প্রহৃত হওয়ায় পামারবাজারের কারখানার কাজ এখনও বন্ধ। কর্মীদের বক্তব্য, নিরাপত্তা জোরদার না হলে তাঁরা কাজে যোগ দিতে সাহস পাচ্ছেন না। শনিবার এক পুর-আধিকারিক জানান, মারধরের পর থেকেই কারখানায় রাস্তা তৈরির মশলা বানানোর কাজ বন্ধ। পাথরকুচি ও বালি সরবরাহের বরাত দেওয়ার দাবিতে গত বৃহস্পতিবার রাতে কারখানার কিছু লরিচালককে হুমকি দেয় দুষ্কৃতীরা। ওই বিষয়ে তাঁদের কিছু করার নেই জানাতেই পুরসভার ওই কর্মীদের মারধর করে তারা। প্রতিবাদ জানিয়ে শুক্রবার মেয়র ও যুগ্ম পুর-কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানায় পুরসভার কংগ্রেস ইউনিয়ন। সংগঠনের নেতা হৃষিকেশ রায় বলেন, “কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজ হবে না।” তিনি জানান, পুরসভা জানিয়েছিল কারখানায় পুলিশ পিকেট বসবে। তা হয়নি। যদিও এক পুর-অফিসার জানান, ইতিমধ্যেই কলকাতা যুগ্ম পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার)-কে বিষয়টি লিখিত জানানো হয়েছে। শনিবার রাতের মধ্যেই পুলিশ কারখানার সামনে টহল দেওয়ার কাজ শুরু করবে বলে পুরসভা সূত্রের খবর।
|
টালাপার্ক থেকে ছিনতাই হওয়া ট্যাক্সির হদিস মিলল দমদমের সিআইটি আবাসনে। ট্যাক্সিটি পেলেও ছিনতাইয়ের ঘটনায় শনিবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে চুরি যাওয়া ট্যাক্সিটি উদ্ধার হয়। বৃহস্পতিবার ওই ট্যাক্সির চালক রাজেন্দ্র প্রসাদকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেটি নিয়ে পালিয়ে গিয়েছিল দুই দুষ্কৃতী।
|
পুরসভায় অভিযোগ জানিয়েও ফল মেলেনি। তাই কলকাতা পুরসভার ৬ নম্বর বরো এলাকার কিছু বাসিন্দা বেআইনি নির্মাণ নিয়ে লিখিত অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অভিযোগ, ওই কাজে যুক্ত এলাকার তৃণমূল কাউন্সিলারও। তালিকায় মোট ১৮টি বাড়ির নাম আছে। যার মধ্যে ৬টি তৈরি হচ্ছে পুর-অনুমোদন ছাড়াই। বাকিগুলির ক্ষেত্রে যত তলার অনুমোদন আছে তার বেশি তলা হচ্ছে বলে অভিযোগ। ওই চিঠিতে দেওয়া ঠিকানা অনুযায়ী অবৈধ নির্মাণ হচ্ছে সরিফ লেন, রিপন স্ট্রিট, আলিমুদ্দিন স্ট্রিট, কিড স্ট্রিটে।
|
শোভাবাজার স্টেশনে দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক যুবক। শনিবার রাত আটটা চল্লিশ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। এর ফলে মেট্রোর আপ লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। জখম আবস্থায় তাঁকে এনআরএস হাসপাতলে নিয়ে যাওয়া হয়। যুবকের বয়স তেইশ বছর। তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
|
আগুনে পুড়ে গেল মটর ডালের গুদাম। শনিবার, উল্টোডাঙ্গা থানা এলাকায় ক্যানাল ইস্ট রোডে। গুদামের পিছন থেকে ধোঁয়া বেরোতে দেখে কর্মীরা দমকলে জানান। সাতটি ইঞ্জিন আধ ঘণ্টায় আগুন আয়ত্তে আনে। কী ভাবে আগুন লাগল জানা যায়নি। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন। |