পরীক্ষার দেড় মাসের মাথায় ফল প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের। এ বছর পরীক্ষা হয়েছিল ২১ এপ্রিল। এই পরীক্ষা হয়েছে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং স্থাপত্যবিদ্যায় ভর্তির জন্য। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ১০ হাজার ৫৯৯ জন। এঁদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ছিলেন ৮৮, ২৮৯ ও মহিলা পরীক্ষার্থী ২২,৩৫০ জন। মোট কাউন্সেলিংয়ের জন্য ডাক পেয়েছেন ৮৭,৭৮৬ জন পরীক্ষার্থী। ইঞ্জিনিয়ারিংয়ে কাউন্সেলিংয়ের জন্য ডাক পেয়েছেন ৭৭,৭৮৬ জন ও ফার্মাসিতে ডাক পেয়েছেন ৯,৯০০ জন। এ বছর মোট পাশের হার ৭৯.৩৭ শতাংশ। |
জেলাভিত্তিক পাশের হার |
জেলা |
পাশের হার(শতাংশ) |
কলকাতা |
৮৬.৬৩ |
হাওড়া |
৮৬.২৮ |
পশ্চিম মেদিনীপুর |
৮৪.৫০ |
উত্তর ২৪ পরগনা |
৮৩.৮৩ |
বাঁকুড়া |
৮৩.৬২ |
প্রথম ১০ হাজারে স্থান |
কলকাতা |
১৩.৩৬ |
অসম |
১১.৩৪ |
হাওড়া |
১০.৪৬ |
বর্ধমান |
১০.০৭ |
ত্রিপুরা |
৯.৪৩ |
|
মেধা তালিকা |
স্থান |
নাম |
স্কুল |
স্থান |
প্রথম |
উত্সব নাহার |
শ্রীচৈতন্য জুনিয়র কলেজ |
হায়দরাবাদ |
দ্বিতীয় |
অভিষেক দাস |
বিধাননগর গভঃ হাইস্কুল |
কলকাতা |
তৃতীয় |
শুভজিত্ মজুমদার |
সেন্ট্রাল মডেল স্কুল |
কলকাতা |
চতুর্থ |
রোহন দাস |
সেন্ট লরেন্স হাই স্কুল |
কলকাতা |
পঞ্চম |
কমলেশ ঘোষ |
রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন |
পশ্চিম মেদিনীপুর |
ষষ্ঠ |
ঐশিক চক্রবর্তী |
বিড়লা হাই স্কুল |
কলকাতা |
সপ্তম |
অয়ন বিশ্বাস |
সাউথ পয়েন্ট হাই স্কুল |
কলকাতা |
অষ্টম |
অভিষেক কেডিয়া |
বিজয়বর্গীয় বাল বিদ্যালয় |
কোটা(রাজস্থান) |
নবম |
সৌম্যদীপ সাধু |
কুমুদকুমারী স্কুল |
ঝাড়গ্রাম |
দশম |
অনিন্দ্যশঙ্কর ভান্ডারী |
সেন্ট জেমস হাই স্কুল |
কলকাতা |
|
টালিগঞ্জে শিক্ষক খুনে ধৃত ৪ |
টালিগঞ্জে শিক্ষক খুনের ঘটনায় জড়িত সন্দেহে জগদ্দল থেকে ৪ জনকে আজ গ্রেফতার করেছে পুলিশ। রিজেন্ট কলোনির বাসিন্দা শিক্ষক ইন্দ্রজিত্ চক্রবর্তী গত মঙ্গলবার রাতে নিজের ফ্ল্যাটে খুন হন। ময়নাতদন্তের রিপোর্টে তাঁকে শ্বাসরোধ করে খুনের কথা বলা হয়েছে। রায়চকের গোবিন্দপুর কালীচরণ হাইস্কুলের প্রাণিবিদ্যার শিক্ষক ইন্দ্রজিতের বাড়ি সোনারপুরের বারেন্দ্রপাড়ায়। শিক্ষকতার পাশাপাশি তিনি অভিনয়ের সঙ্গেও জড়িত ছিলেন। খুনের ঘটনার দিন ইন্দ্রজিতের সঙ্গে কারা ছিলেন তা নিয়ে তদন্ত শুরু করেছিল যাদবপুর থানার পুলিশ। আজকে পুলিশের তদন্তকারী দল ৪ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
|
ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের তাণ্ডব, মৃত ৬ |
ফের রক্তাক্ত মার্কিন শিক্ষাঙ্গন। বন্দুকবাজের তাণ্ডব এ বার ক্যালিফোর্নিয়ার স্যান্টা মনিকা কলেজে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাত্ই কলেজ চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। আর তারই জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় ৬ জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাঁদের সঙ্গে গুলি বিনিময়ের সময় মৃত্যু হয় ওই বন্দুকবাজের। প্রসঙ্গত, ওই সময়ই স্যান্টা মনিকায় এক বিশেষ অনুষ্ঠানের জন্য উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ওবামা। এ বিষয়ে ওয়াশিংটনের গোয়েন্দা মুখপাত্র জানান, এই ঘটনায় প্রেসিডেন্টের অনুষ্ঠানে কোনও প্রভাব পড়েনি। সমস্ত পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে এনেছে বলেও জানান তিনি।
|
চিনের ফুজিয়ান প্রদেশে এক যাত্রীবোঝাই বাসে আগুন লাগায় পুড়ে মৃত্যু হল কমপক্ষে ৪২ জনের। আহত হয়েছেন প্রায় ৩৩ জন। গতকাল সন্ধের ব্যস্ততম সময়ে জিনসান বাস স্টপ ছাড়ার পর ৫০০ মিটার দূরত্বে আগুন লাগে বাসটিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটা বিকট বিস্ফোরণের পরেই বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় বেশ কয়েক জনের। স্থানীয় মানুষ ও দমকলকর্মীরা উদ্ধারকাজে হাত লাগান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে কয়েক জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। চিনে সম্প্রতি দ্বিতীয় বড় আগুন লাগার ঘটনা এটি। প্রসঙ্গত, কয়েকদিন আগে একটি পোলট্রি কারখানায় আগুন লেগে ১২০ জনের মৃত্যু হয়েছিল। আহতের সংখ্যা ছিল কমপক্ষে ৭৭। বাসে কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।
|