নাটক নিয়ে কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সম্প্রতি নাটকের কর্মশালা অনুষ্ঠিত হল গোবরডাঙ্গার গোষ্ঠবিহার মেলা ভবনে। গোবরডাঙা শিল্পায়নের উদ্যোগে ২৮ মে থেকে ৩ জুন এই কর্মশালার সহযোগিতায় ছিল পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র। উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় পুরপ্রধান সুভাষ দত্ত। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা সমরেন্দ্র কুমার। শেষ দিনে অভিনীত হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোতাকাহিনী’। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন গোবরডাঙা শিল্পায়নের সম্পাদক আশিস চট্টোপাধ্যায়, দীপা ব্রহ্ম। আশিসবাবু বলেন, “কর্মশালায় ৪২ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। বেশিরভাগই পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে পড়ে। নাটক প্রযোজনা, নাচ, অভিনয় প্রভৃতি বিভিন্ন বিষয় শেখানো হয়েছে।”
|
মেয়ে আরাধ্যাকে বাদ দিয়ে কিছুই ভাবতে পারেন না ঐশ্বর্যা রাই বচ্চন। সে জন্য প্রয়োজনে ‘গডফাদার’ আল পাচিনোর সঙ্গে দেখা করার সুযোগও ছাড়তে রাজি ঐশ্বর্যা। গত সপ্তাহে লন্ডনে পাচিনোর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন বচ্চন দম্পতি। কিন্তু, আরাধ্যাকে দেখাশোনা করার কেউ ছিল না। তাই অভিষেক খুব উৎসাহী হলেও পাচিনোর সঙ্গে দেখা করতে যাননি ঐশ্বর্যা।
|
|
‘পূর্ব পশ্চিম’ আয়োজিত এক কর্মশালায় সহশিল্পীদের সঙ্গে সৌমিত্র মিত্র
ও সুকল্যাণ ভট্টাচার্য। শুক্রবার, আইসিসিআরে। ছবি: স্বাতী চক্রবর্তী। |
|