স্বামী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কিন্তু আগে থেকেই যে কথা দেওয়া রয়েছে। কথা রাখতে তাই সোজা চলে গিয়েছিলেন বিবিসি-র অফিসে। তিনি রানি দ্বিতীয় এলিজাবেথ। বিবিসি রেডিও, টেলিভিশন এবং ওয়ার্ল্ড সার্ভিস এক ছাতার তলায় এল। তারই উদ্বোধনে যান রানি। কর্তৃপক্ষের বারণ। তাই গম্ভীর মুখে কাজ করছিলেন কর্মীরা। কিন্তু যেই সংস্থার অফিসে ঢুকলেন রানি, সব গাম্ভীর্য উধাও। দ্বিধা কাটিয়ে তাঁর সামনে চলে এলেন সংস্থার সব কর্মী। বিরক্ত না হয়ে হেসে সবার সঙ্গেই কথা বললেন তিনি। ঘুরে দেখলেন সংস্থার নতুন ভবন। তার পরেই সাক্ষাৎকার দিতে বসে পড়লেন টেলিভিশনের সামনে।
|
মৃত্যুর বিভীষিকা সামনে থেকে দেখেছিলেন সতেরো দিন ধরে। তার পর প্রায় এক মাস হাসপাতালে কাটিয়ে বৃহস্পতিবার ছাড়া পেলেন রেশমা বেগম। সেই সঙ্গে মিলেছে নতুন ভাবে জীবন শুরু করার সুযোগ। বাংলাদেশের পাঁচ তারা হোটেলের হাউজ কিপিং বিভাগে চাকরির অফার পেলেন রেশমা। বাংলাদেশে সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা ভেঙে পড়ায় মৃত্যু হয় প্রায় এগারোশো মানুষের। ওই ধ্বংসস্তূপে ১৭ দিন আটকে থাকার পর উদ্ধার হন রেশমা। |