গভীর রাতে বয়লার ফাটার শব্দ। তার জেরে শ্রমিক কর্মীদের হুড়োহুড়ি দৌড়। তার ফাঁক গলেই আচমকা কারখানার ভিতর ঢুকে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুরের রাতুরিয়া-অঙ্গদপুর শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানার ঘটনা। কারখানার ভিতরে দাঁড়িয়ে থাকা লরি, ডাম্পার ও গাড়িগুলিতেও ভাঙচুর চালানো হয়। দুষ্কৃতীদের মারে চোট পেয়েছেন কারখানার কর্মী-আধিকারিকেরাও। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
পুলিশ ও কারখানা সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত সাড়ে ১১ টা নাগাদ বয়লার ফেটে যায়। বিকট শব্দে বাড়ি থেকে বেরিয়ে পড়েন রাতুরিয়া, তেঁতুলতলা কলোনি, ডিসিএল বস্তি এলাকার মানুষজন। দিশেহারা হয়ে পড়েন কারখানার শ্রমিকরা। তবে খোঁজখবর নিয়ে তাঁরা জানতে পারেন, কেউ জখম হননি। |
ঠিক এই সময়েই কারখানার গেটে কর্তব্যরত নিরাপত্তারক্ষীকে মারধর করে হঠিয়ে দিয়ে ২০-২৫ জন দুষ্কৃতীর একটি দল কারখানার ভিতরে ঢুকে পড়ে। সামনে থাকা কর্মীদের মারধর শুরু করে তারা। ভয়ে পালিয়ে যায় শ্রমিকেরা। এরপরেই তারা কারখানার কার্যালয়, গবেষণাগারে ঢুকে ভাঙচুর শুরু করে তারা। চেয়ার-টেবিল উল্টে দেওয়া হয়। জানলা-দরজার কাচ ভেঙে দেওয়া হয়। সেখান থেকে বেরিয়ে দুষ্কৃতীরা কারখানা চত্বরে দাঁড়িয়ে থাকা লরি, ডাম্পার, গাড়িগুলিতে ভাঙচুর শুরু করে। ততক্ষণে বাইরে থেকে আরও কিছু দুষ্কৃতী তাদের সঙ্গে যোগ দেয়। খবর পেয়ে কারখানায় পৌঁছন জেনারেল ম্যানেজার (উৎপাদন) দৌলতরাম অগ্রবাল। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। তিনি বলেন, “ওরা কারা আমি জানি না। কাউকে চিনি না। ওদের মারে আমার কানের নীচের অংশে কেটে গিয়েছে। আমরা সবাই নিরাপত্তার অভাব অনুভব করছি।” খবর পেয়ে কোকওভেন থানা থেকে পুলিশ আসে। দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে যাওয়ার সময়ে তারা কারখানার বেশ কিছু সামগ্রী লুঠ করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ কারখানা কর্তৃপক্ষের।
কারখানার রাতের শিফটের ইন চার্জ সত্যজিৎ অধিকারীর বক্তব্য, কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা তাঁর উপরে চড়াও হয়। তাঁকে মারধর করার পরে কারখানার কর্মী দীনেশ সোনারের উপর চড়াও হয় তারা। দীনেশবাবু বলেন, “কী যে হল, কিছু বুঝতেই পারলাম না। বয়লার ফেটে কেউ জখম হয়নি জেনে সবে হাঁফ ছেড়েছি, তখনই দুষ্কৃতীদের তাণ্ডব শুরু হল।” কারখানার অন্যান্য কর্মীরাও বুঝে উঠতে পারছেন না, হঠাৎ ওই দুষ্কৃতীরা কেন কারখানায় এ ভাবে তাণ্ডব চালাল। দৌলতরামবাবু জানান, তিনি বিষয়টি সবিস্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। পুলিশ জানায়, রাতে শিল্পতালুকে পুলিশি টহলদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। |