হাওড়া উপনির্বাচনে জয়ী প্রসূন বন্দ্যোপাধ্যায় |
আজ সকাল ৮টা থেকে শুরু করে দুপুর ২.৩০ নাগাদ শেষ হল হাওড়া লোকসভা উপনির্বাচনের ভোট গণনার কাজ। ১২২ রাউন্ড ইভিএম-এ গণনার পর ২৭০১৫ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি মোট ৪ লক্ষ ২৬ হাজার ২৭৩টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য পেয়েছেন ৩ লক্ষ ৯৯ হাজার ২৫৮টি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী সনাতন মুখোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট ৯৬ হাজার ৭২৭টি ভোট। |
স্থান |
তৃণমুল
|
কংগ্রেস
|
সিপিএম
|
বালি |
২৮১৮* (জয়ী) |
- |
- |
উঃ হাওড়া |
৬৯৫২* (জয়ী) |
- |
- |
মধ্য হাওড়া |
৯৩৫৯* (জয়ী) |
- |
- |
শিবপুর |
৭০৪৭* (জয়ী) |
- |
- |
দঃ হাওড়া |
- |
- |
২৫১৯* (জয়ী) |
সাঁকরাইল |
- |
- |
৬৬০২* (জয়ী) |
পাঁচলা |
৯৯৬০* (জয়ী) |
- |
- |
মোট প্রাপ্ত ভোট: |
৪,২৬,২৭৩ |
৯৬,৭২৭ |
৩,৯৯,২৫৮ |
* বিধানসভা কেন্দ্র হিসেবে |
(শুধুমাত্র পোস্টাল ব্যালট গণনার কাজ বাকি রয়েছে) |
|