এ বার ব্যাঙ্ক ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের ওপরে সোনা আমদানি নিয়ে নিষেধাজ্ঞা জারি করল আরবিআই। বৈদেশিক বাণিজ্যে চলতি খাতে লেনদেনে ঘাটতিতে রাশ টানতেই এই উদ্যোগ। শীর্ষ ব্যাঙ্কের আশা, এতে দেশে সোনার চাহিদা কমবে। গত ১৩ মে ব্যাঙ্কের জন্য একই নিষেধাজ্ঞা আরোপ করে আরবিআই। এখন তা প্রযোজ্য হবে স্বীকৃত আমদানিকারী ও প্রিমিয়ার/স্টার ট্রেডিং হাউস-এর ওপর। ব্যাঙ্কের মতোই এই নিয়ম গয়না রফতানির জন্য সোনা আমদানিতে প্রযোজ্য হবে না।
|
ভোডাফোনের সঙ্গে ১১,২০০ কোটি টাকার কর বিতর্কে রফায় আসার প্রক্রিয়া শুরুতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অর্থমন্ত্রী চিদম্বরম জানান, রফাসূত্র পেলে তাতে মন্ত্রিসভা ও সংসদ শিলমোহর দিলে তবেই তা কার্যকর হবে। ২০০৭-এ হংকং ভিত্তিক মোবাইল পরিষেবা সংস্থা হাচিসন-এসারে হাচিসনের ৬৭% শেয়ার হাতে নেয় ভোডাফোন। কেন্দ্রের দাবি ছিল, হাচিসনের ব্যবসার বড় অংশ ভারতে হওয়ায় কর তাদের প্রাপ্য।
|
ভুয়ো অর্থলগ্নি সংস্থার সঙ্গে প্রত্যক্ষ বিপণন শিল্প বা বহুস্তরীয় বিপণনের মিল নেই। তাই কেন্দ্রের কাছে তাদের জন্য আইন আনার আর্জি জানাল ফোরাম ফর ডিরেক্ট সেলিং অ্যান্ড কনজিউমার্স অফ ইন্ডিয়া। ফোরামের দাবি, চলতি আইনে এই শিল্প হয়রানির শিকার হচ্ছে। |