নারী সত্তা লুকিয়ে সিল-এ ২০ বছর
নিজস্ব প্রতিবেদন |
কুড়ি বছর ধরে ইচ্ছেটা গোপন রেখেছিলেন তিনি। এই দীর্ঘ সময় মার্কিন নেভি সিল ৬-এ সেনা হিসেবেই নিজের পরিচয় দিতেন। নাম ছিল ক্রিস বেক। দু’বছর আগে সিল থেকে অবসর নেন ক্রিস। তার পর ইচ্ছেটা আর চেপে রাখেননি। ক্রিস ‘পাল্টে’ হয়ে যান ক্রিস্টেন বেক। পুরুষ থেকে মহিলা। সমকামীরা সুযোগ পেলেও ক্রিস্টেনের মতো রূপান্তরকামীদের ঠাঁই নেই সিল-এ। মেয়েদের তো নয়ই। তাই দেশ সেবায় নিয়োজিত ক্রিস্টেনের কাছে নিজের আসল সত্তাকে লুকিয়ে রাখা ছাড়া আর উপায় ছিল না। নারী হওয়ার পরে সিল-এ কাটানো সেই সব দিনের কথা লিপিবদ্ধ করেছেন ক্রিস্টেন। বইয়ের নাম: ‘ওয়ারিয়র প্রিন্সেস।’ তাতেই তিনি জানিয়েছেন, নিজেকে কেন রূপান্তর করলেন। সিল বাহিনীতে সুযোগ পেতে গেলে যথেষ্ট কষ্টসহিষ্ণু হতে হয়। সেনা বাছাইয়ের পদ্ধতিটাও মারাত্মক। এত ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় বলেই ‘মেয়েদের’ নেওয়া হয় না সিল-এ। ক্রিস্টেন কী ভাবে নারীসত্তাকে চেপে রেখে সিল-এ কুড়িটা বছর কাটিয়ে দিলেন, সেটাই বিস্ময়ের।
|
রানির ৬০ বছর পূর্তি
সংবাদসংস্থা • লন্ডন |
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি।ছবি: এএফপি |
ঠিক ৬০ বছর আগে তাঁর মাথায় উঠেছিল রাজমুকুট। এত দিন ধরে দায়িত্বের সঙ্গে সেই কাজ সামলানোর ৬০ বছর পূর্তি উপলক্ষে রানি দ্বিতীয় এলিজাবেথ আজ স্বামী, ডিউক অফ এডিনবরা এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে উপস্থিত ছিলেন। হাজির ছিলেন আরও দু’হাজার নিমন্ত্রিত অতিথি। ১৯৫৩ সালে বাবার মৃত্যুর পরে সিংহাসনে বসেন দ্বিতীয় এলিজাবেথ। তখন বয়স মাত্র ২৭। সেই শুরু। তার পর কেটে গিয়েছে দীর্ঘ সময়। মঙ্গলবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজকুমার উইলিয়ামস ও তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা কেট মিডলটনও। এই অনুষ্ঠানেই শেষ প্রকাশ্যে এলেন। কেট। এর পরেই মাতৃত্বকালীন ছুটিতে যাবেন তিনি। |