জামিনে মুক্তি পেলেন মায়াপ্পন ও বিন্দু দারা সিংহ |
জামিনে আপাতত ছাড়া পেলেন আইপিএল-এ ‘স্পট ফিক্সিং’-কাণ্ডে অভিযুক্ত গুরুনাথ মায়াপ্পন ও বিন্দু দারা সিংহ। গত ২৪ মে মধ্য রাতে গ্রেফতার হয়েছিলেন সরে যাওয়া বোর্ড প্রেসিডেন্ট শ্রীনি-র জামাই গুরুনাথ। তার দিন তিনেক আগেই ওই একই অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বিন্দু দারা সিংহ। কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ না-থাকায় মুম্বইয়ের আদালত আজ তাঁদের ২৫ হাজার টাকার ব্যক্তিগত জামিনে মুক্তি দেয়। পুলিশের পক্ষ থেকে যথাযথ প্রমাণ দাখিল করতে না পারায় এই জামিন পাওয়া গেলেও দু’জনের কেউই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশের বাইরে যেতে পারবেন না। তাঁদের দু’দিন অন্তর মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসে এসে হাজিরা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
|
আত্মঘাতী অভিনেত্রী জিয়া খান |
মুম্বইয়ের জুহুর ফ্ল্যাট থেকে পাওয়া গেল অভিনেত্রী জিয়া খানের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ পাঠানো হয়েছে বলে পুলিশের দাবি। কিন্তু কেন এই আত্মহত্যা, সে সম্পর্কে এখনও অন্ধকারে পুলিশ। জিয়ার ঘর থেকে মেলেনি কোনও সুইসাইড নোটও। তবে জিয়া খানের ঘনিষ্ঠদের একাংশের দাবি, বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী জিয়া। দিন দশেক আগে তাঁর করা শেষ ট্যুইটেও মিলেছে তেমনই ইঙ্গিত। সেখানে তিনি লিখেছিলেন, “খুবই দুঃখিত ট্যুইটার থেকে দূরে সরে যাচ্ছি। কখনও কখনও স্মৃতি রোমন্থনের জন্য ছুটি দরকার।”
জিয়ার আসল নাম নাফিসা খান। ইংল্যান্ডে বড় হওয়া ২৫ বছরের এই অভিনেত্রী মুম্বইতে তাঁর মায়ের সঙ্গে চলে আসেন সম্প্রতি। ২০০৭ সালে রামগোপাল বর্মার ‘নিঃশব্দ’ ছবিতে অভিনয় দিয়ে তাঁর ফিল্মি কেরিয়ার শুরু। এর পর ২০০৮-এ তিনি আমির খানের সঙ্গে ‘গজনি’তে অভিনয় করেছেন। জিয়ার শেষ ছবি, ২০১০ সালে অক্ষয় কুমারের সঙ্গে— ‘হাউসফুল’। অমিতাভ বচ্চন থেকে মহেশ ভট্ট— প্রত্যেকেই এই খবরে যথেষ্ট আশ্চর্য! অমিতাভ ট্যুইট করেছেন, “কী! জিয়া খান? কী হয়েছিল? এ কি সত্যি? অবিশ্বাস্য!” জিয়ার মৃত্যু সংবাদে চমকে গিয়েছে গোটা বলিউড!
পুলিশ সূত্রের খবর, জিয়ার মায়ের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, জিয়া বেশ কিছু দিন ধরেই মানসিক ভাবে
অবসন্ন ছিলেন। বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চালির ছেলে সূরজ পাঞ্চালি জিয়ার বন্ধু ছিলেন। গত কাল রাতেও সূরজের সঙ্গে জিয়ার কথা হয়েছে। ফলে সূরজ পাঞ্চালিকেও জিঙ্গাসাবাদ করা হবে এই আত্মহত্যা প্রসঙ্গে, জানিয়েছে মুম্বই পুলিশ।
|
মনোনয়নপত্র জমা দেওয়া পর্বে উত্তপ্ত রানিগঞ্জ |
মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্যেই বিভিন্ন জায়গায় প্রার্থীদের উপর হামলার অভিযোগ আসছিলই। এ বার সেই তালিকায় উঠে এল রানিগঞ্জের নাম। সেখানে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল। অভিযোগে বলা হয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। বর্ধমানের রানিগঞ্জে এই হামলায় বোমার আঘাতে জখম হয়েছেন ওই সিপিএম প্রার্থীর ছেলে। তবে তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা হামলার অভিযোগ আনা হয়েছে। তাদের দাবি, ৩ তৃণমূল কর্মীর বাড়িতে সিপিএম ব্যাপক হামলা চালিয়েছে। |