বেগুনের দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে বাজারে। সোমবার শহরের খোলা বাজারে বেগুন বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। সরকারি সূত্রের খবর, পাইকারি বাজারে এক পাল্লা (পাঁচ কিলোগ্রাম) বেগুনের দর ছিল ২০০ থেকে ৩০০ টাকা।
|
এ দিন মহাকরণে কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায় জানান, আচমকা বেগুনের জোগান কমে যাওয়াই মূল্যবৃদ্ধির প্রধান কারণ। তিনি জানান, গত মাসের শেষের দিকে ক’দিনের টানা বৃষ্টিতে বেগুন চাষের ক্ষতি হয়েছে। এই কারণেই পাইকারি বাজারে বেগুনের জোগানে টান। মন্ত্রী আরও জানিয়েছেন, মূল্যবৃদ্ধির পিছনে ফড়েদের হাত আছে কি না, সেটাও খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।
|
টানা পড়ে চলেছে ডলারে টাকার দাম। সোমবার তা ২৬ পয়সা কমে যাওয়ায় দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৫৬.৭৬ টাকা। গত ১১ মাসে এটাই সর্বনিম্ন দর। সেনসেক্স এক মাসে সবচেয়ে নীচে নেমে যাওয়ার প্রভাবও পড়েছে টাকার দরে। বিদেশি লগ্নিকারীরা প্রচুর শেয়ার বেচতে থাকায় বাড়ে ডলারের চাহিদা। সোনা আমদানির ফলেও চাহিদা বাড়ছে ডলারের। জানুয়ারি থেকে মার্চে সোনার চাহিদা ২৭% বেড়ে হয়েছে ২৫৬.৫ টন। মে মাসে সোনা আমদানি ১৬২ টন। আমদানি কমাতে আরও ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন চিদম্বরম।
|
রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমানোর এক মাস পরে ১ কোটি টাকার বেশি আমানতে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক। এসবিআই জানিয়েছে, ৭ দিন থেকে ১ বছর পর্যন্ত মেয়াদের আমানতে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমে হচ্ছে ৭.২৫%। আগামী ৭ জুন থেকেই নয়া হার কার্যকর হবে।
|
নতুন ব্যাঙ্ক লাইসেন্স দেওয়া নিয়ে কড়া নিয়ম আনছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে নীতিগত অনুমোদন পাওয়ার পর মূলধন ইত্যাদি শর্ত পূরণে আবেদনকারী সংস্থা ১২ মাসের বদলে ১৮ মাস সময় পাবে। বিমা সংস্থা বা এনবিএফসি ব্যাঙ্ক খুলতে চাইলে তাকে আগে সেবি/ আইআরডিএ- র সায় নিতে হবে। |