শনিবার রাতে একটি দলছুট বুনো দাঁতাল হাতি হামলা চালাল বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভগের চ্যাংমারি বনাঞ্চল লাগোয়া চ্যাংমারি গ্রামে। হাতির হানায় এক গ্রামবাসী গুরুতর জখম হয়েছেন। তাঁকে কামাখ্যাগুড়ি ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতিটি রাত ১০টা নাগাদ গ্রামের একটি বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে হাতিটি। এলাকায় ৫০টি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
|
গন্ডার মেরে চার লক্ষ টাকা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গন্ডার মেরে ‘পারিশ্রমিক’ মিলেছে ৪ লক্ষ টাকা জেরায় পুলিশকে এমনই জানিয়েছিল গ্রেফতার হওয়া চোরাশিকারিরা। আজ
ধৃতদের এক জনের ঘরে হানা দিয়ে সেই টাকা উদ্ধার করা হল। পুলিশ জানায়, চোরাশিকারে জড়িত অভিযোগে কাল কাজিরাঙায় অগরাতলি রেঞ্জের বনকর্মীরা চরগাঁও এলাকা থেকে চার জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১৮টি কার্তুজ উদ্ধার করা হয়। তদন্তকারীদের সন্দেহ ছিল, সম্প্রতি ওই এলাকার জঙ্গলে একটি গন্ডারের চোরাশিকারে ধৃতরা জড়িত। জেরায় তারা সে কথা স্বীকারও করে। একইসঙ্গে জানায়, গন্ডার মারার জন্য ৪
লক্ষ টাকা পেয়েছে তারা। চোরাশিকারির দলটি অগরাতলির ধানবাড়ি-সহ অন্য কোথায়, কী ভাবে গন্ডার মেরেছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
|
গভীর জঙ্গলে আরও কোনও জখম বা মৃত হাতি রয়েছে কি না তা দেখতে রবিবার গরুমারা থেকে দুটি কুনকি নিয়ে গিয়ে মরাঘাট জঙ্গলে তল্লাশি চালাল বন দফতর। টানা তিন ঘণ্টা গভীর জঙ্গলে তল্লাশি চালিয়েও হাতির খোঁজ মেলেনি। |