আজকের শিরোনাম
উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ
পরীক্ষার প্রায় দু’মাসের মাথায় ফল প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের। সংসদ সূত্রে খবর, একশো জনের মেধা তালিকা প্রকাশ করা হবে। এ বছর পরীক্ষা শুরু হয় ১৩ মার্চ, শেষ হয়েছিল ৭ এপ্রিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৪৩,৭০৭। পাশ করেছে ৫, ৬৮,০১৫ পরীক্ষার্থী। এ বছরে পাশের হার ৭৭.৩৫ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৭৭.৪৪ ও ছাত্রীদের ৭৫.০৮ শতাংশ। গতবারে এই হার ছিল ৭৭.৮৮ শতাংশ। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১,১১,২৭০ জন। কলকাতা, দার্জিলিং,বর্ধমান ও বাঁকুড়া জেলায় ছাত্রীদের পাশের হার বেশি বলে সাংবাদিক বৈঠকে জানান সংসদ সভাপতি।

জেলাভিত্তিক পাশের হার
জেলা পাশের হার(শতাংশ)
পূর্ব মেদিনীপুর ৮৬.৫৭
কলকাতা ৮৬.০১
হুগলি ৮২.৯০
মেধা তালিকা
স্থান নাম প্রাপ্ত নম্বর জেলা
প্রথম রামানুজ সিংহ মহাপাত্র ৪৭৭ বাঁকুড়া
দ্বিতীয় দ্যুতিদীপ্ত রানো ৪৭৪ বীরভূম
তৃতীয় সৃজা ভট্টাচার্য
*(মেয়েদের মধ্যে প্রথম)
৪৭২ কলকাতা

চতুর্থ দিশা মুখার্জি ৪৭০ বর্ধমান

পঞ্চম

অভিষেক চ্যাটার্জি

৪৬৯ বর্ধমান
মৈনাক ঘোষ বর্ধমান
সায়ন্তন দত্ত বাঁকুড়া
শুভদীপ ধারা দক্ষিণ ২৪ পরগনা
ইন্দ্রনীল নায়েক পূর্ব মেদিনীপুর

ষষ্ঠ

শুভময় চক্রবর্তী

৪৬৭ বর্ধমান
ইন্দ্রজিত্ সাউ পূর্ব মেদিনীপুর
শ্যামপদ মাহাতো পূর্ব মেদিনীপুর
সমব্রত পাল নদিয়া

সপ্তম

সায়ন্তনী ঘোষ

৪৬৬ বর্ধমান
সৌম্যজিত্ গড়াই বীরভূম
সায়ন প্রামাণিক পূর্ব মেদিনীপুর
সৌভিক রায় উত্তর ২৪ পরগনা

অষ্টম সৌরভ মোদক ৪৬৫ কোচবিহার
সৌম্যজিত্ দত্ত বাঁকুড়া
সুমিতকুমার কর কলকাতা
সৌরভ বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪ পরগনা
অনমিত্র চৌধুরী উত্তর ২৪ পরগনা
সৌরভ বৈরাগ্য বর্ধমান

নবম দেবাশিস নন্দী ৪৬৪ জলপাইগুড়ি
দীপাঞ্জন চট্টোপাধ্যায় বাঁকুড়া
উপমন্যু গোস্মামী হুগলী
মৃন্ময় পাল বাঁকুড়া
আদর্শ চামারিয়া কলকাতা
শিঞ্জন মন্ডল কলকাতা
অভিষেক দাস বিধাননগর

দশম শৌর্য্য মিত্র ৪৬৩ বর্ধমান
সৌরভ বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া
অভিজিত্ পাল উত্তর ২৪ পরগনা
অমৃতা দাস বাঁকুড়া
সৌম্যদীপ মুখোপাধ্যায় বিধাননগর
অনন্যা মালখান্ডি হুগলী

ভোট দেওয়ায় মহিলার আঙুল কাটল দুস্কৃতি
হাওড়ার উপনির্বাচন শান্তিপূর্ণ, দাবি রাজ্য সরকারের। কিন্তু অশান্তি ছড়াল আজ সকালে। হাওড়ার নাজিরগঞ্জের লিচুবাগান এলাকায় ভোট দেওয়ার ‘অপরাধে’ এক মহিলার আঙুল কেটে নিল দুস্কৃতি। অভিযুক্তের নাম গুড্ডু, এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত সে। আক্রান্ত মহিলা হামিদা বিবি সিপিএম-এর সমর্থক বলেই তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পরিবারের তরফ থেকে। গুরুতর আহত ওই মহিলাকে স্থানীয় চিকিত্সা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.