পরীক্ষার প্রায় দু’মাসের মাথায় ফল প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের। সংসদ সূত্রে খবর, একশো জনের মেধা তালিকা প্রকাশ করা হবে। এ বছর পরীক্ষা শুরু হয় ১৩ মার্চ, শেষ হয়েছিল ৭ এপ্রিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৪৩,৭০৭। পাশ করেছে ৫, ৬৮,০১৫ পরীক্ষার্থী। এ বছরে পাশের হার ৭৭.৩৫ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৭৭.৪৪ ও ছাত্রীদের ৭৫.০৮ শতাংশ। গতবারে এই হার ছিল ৭৭.৮৮ শতাংশ। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১,১১,২৭০ জন। কলকাতা, দার্জিলিং,বর্ধমান ও বাঁকুড়া জেলায় ছাত্রীদের পাশের হার বেশি বলে সাংবাদিক বৈঠকে জানান সংসদ সভাপতি।
|
ভোট দেওয়ায় মহিলার আঙুল কাটল দুস্কৃতি |
হাওড়ার উপনির্বাচন শান্তিপূর্ণ, দাবি রাজ্য সরকারের। কিন্তু অশান্তি ছড়াল আজ সকালে। হাওড়ার নাজিরগঞ্জের লিচুবাগান এলাকায় ভোট দেওয়ার ‘অপরাধে’ এক মহিলার আঙুল কেটে নিল দুস্কৃতি। অভিযুক্তের নাম গুড্ডু, এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত সে। আক্রান্ত মহিলা হামিদা বিবি সিপিএম-এর সমর্থক বলেই তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পরিবারের তরফ থেকে। গুরুতর আহত ওই মহিলাকে স্থানীয় চিকিত্সা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
|